• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

ভিন্ন ভূমিকায় ক্রিকেটে ফিরছেন জেমস টেইলর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৬:৫৮ পিএম
ভিন্ন ভূমিকায় ক্রিকেটে ফিরছেন জেমস টেইলর

হৃদরোগে আক্রান্ত হয়েই ক্যারিয়ারের সেরা সময়কে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইংলিশ ব্যাটার জেমস টেইলর। পরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে কাজ করেছিলেন। সেই দায়িত্ব ছাড়ার পর বেকার থাকা টেইলর এবার আবার ক্রিকেটে ফিরেছেন। কাউন্টি দল লেস্টারশায়ারের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

৩২ বছর বয়সী সাবেক এই ব্যাটার ২০১৬ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সেই সময় ইসিবিতে ইংল্যান্ড দলের নির্বাচক হিসেবে যোগ দেন। এছাড়াও নর্থহ্যাম্পটনশায়ারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন।

সর্বশেষ অ্যাশেজ ব্যর্থতার পর ইসিবিতে আসে পরিবর্তনের হাওয়া। এরই ধারাবাহিকতায় প্রধান নির্বাচকের পদ থেকে বরখাস্ত হন এড স্মিথ। বরখাস্ত না হলেও চাকরি ছেড়ে দেন জেমস টেইলর।

এরপর থেকেই চাকরিহীন ছিলেন তিনি। এবার লেস্টারশায়ারের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন। খেলোয়াড়ী জীবনে লেস্টারশায়ারের হয়ে ৪ মৌসুম খেলেছিলেন তিনি।

কাউন্টি দলটিতে ফিরে উচ্ছ্বসিত টেইলর বলেন, “আমি লেস্টারশায়ারে ফিরে বেশ খুশি। এখানে দারুণ সব মুহূর্ত কাটিয়েছি। আমি দলে ফিরতে উন্মুখ হয়ে আছি।”

সর্বশেষ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ারে খুব একটা ভালো সময় কাটায়নি। রয়্যাল লন্ডন কাপ ও ভাইটালিটি ব্লাস্টেও প্রত্যাশামাফিক পারফর্মেন্স পাননি। তাই দলের উন্নতির লক্ষ্যেই এবার নিজের স্কোয়াডে পরিবর্তন এনেছে দলটি।

Link copied!