বিশ্বকাপে এখন পর্যন্ত দুই অপরাজিত দল ভারত-নিউজিল্যান্ড। যাদের আজ একজনের ঘা থেকে সরে যাবে অপরাজিত থাকার তকমাটা। ধর্মশালায় মুখোমুখি হয়ে গেছে এই দুই দল। যেখানে এরই মধ্য টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। তবে, তাদের শুরুটা ভালো হয়নি। ব্যাটিং পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই তারা হারিয়ে বসে দুই ওপেনারকে। এই প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত কিউইদের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেটে ৯১ রান।
ধর্মশালায় পিচ রিপোর্টে বলা হয়েছিল ব্যাটসম্যানরা রান পাবে। তাই টস হারের পরও নিউজিল্যান্ডের জন্য স্বস্তির খবর হয়ত ছিল সেটাই। কিন্তু ব্যাট করতে নেমে উল্টো চিত্র। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে কিউইদের দুই ওপেনার। ম্যাচের চতুর্থ ওভারেই তারা হারিয়ে বসে ডেভন কনওয়ের উইকেট। দলীয় ৯ রানের সময় শূন্য রান করা কনওয়েকে ফেরান মোহাম্মদ সিরাজ।
এরপর কিছুটা হাত খুলে খেলা শুরু করার চেষ্টা করেন উইল ইয়াং। তবে, রাচিন রবীন্দ্রের সঙ্গে জুটি গড়ার আগেই তাকে ফিরতে হয় ১৭ রান করে। তার উইকেটটা পান এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামা মোহাম্মদ সামি। নিজের করা প্রথম ওভারের প্রথম বলেই উইকেট পান এই পেসার।
ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিং পাওয়ার প্লেতে ব্ল্যাকক্যাপসরা তুলে ৩৪ রান। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের উইকেটে থিতু করছেন কিউই ব্যাটাররা। রাবিন্দ্রর সঙ্গে এরই মধ্যে ড্যারি মিচেলের জুটি হাফসেঞ্চুরি পার করেছেন।