• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬
চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতের সিদ্ধান্তে কঠোর অবস্থানে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০২:৫৫ পিএম
ভারতের সিদ্ধান্তে কঠোর অবস্থানে পাকিস্তান
ছবি: প্রতীকী

পাকিস্তান ও ভারতের মধ্যে টেনিস, ভলিবল, হকি সহ প্রায় সব খেলাতেই সফর বিনিময় হয়ে থাকে। তবে ভারতীয় কর্তৃপক্ষ শুধুমাত্র তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে চায় না। পাকিস্তান ক্রিকেট দল ভারতে আসলে তাদের কোনো আপত্তি থাকে না। আপত্তি শুধুমাত্র ক্রিকেট দলের পাকিস্তান সফরে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। তাদের দাবি, হাইব্রিড মডেল তথা ভারতের ম্যাচগুলো যেন সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের গণমাধ্যমে দাবি, ভারতকে ছাড়াই আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে পিসিবি। শুধু তাই নয়, ভবিষ্যতে ভারতের সঙ্গে যে কোনো টুর্নামেন্টে না খেলার মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে পাকিস্তানে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠানও বাতিল করেছে আইসিসি। সেই অনুষ্ঠানে আকর্ষণীয় এই মেগা ইভেন্টের সূচি নিয়ে আলোচনা করার কথা ছিল। অনুষ্ঠানটি হওয়ার মধ্য দিয়ে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১০০ দিনের কাউন্টডাউনও শুরু হতো। ভারতের আপত্তির মুখে সূচি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

জিও নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত আইসিসিকে মেইল করে জানিয়েছে বিসিসিআই। পরে আইসিসি সেটা অবহিত করেছে পিসিবিকে। এমন সিদ্ধান্তে এবার কঠোর হতে যাচ্ছে পাকিস্তান। ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা আইসিসির মাধ্যমে জানিয়ে দেবে মহসিন নাকভীর বোর্ড।

দেশটির গণমাধ্যমে দাবি, ভবিষ্যতে ভারতের সঙ্গে যে কোনো টুর্নামেন্টে ক্রিকেট ম্যাচ না খেলার মতো কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একজন জানিয়েছেন, ‘কোনো টুর্নামেন্টেই আমরা ভারতের সঙ্গে খেলব না, যতক্ষণ না ওরা পাকিস্তানে এসে খেলতে চাইবে।’

মোটকথা ভারতকে বেকায়দায় ফেলতে সবরকম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর মধ্যে আছে আইনি ব্যবস্থা এবং বাদ যাচ্ছে না অলিম্পিক গেমসও। ২০৩৬ অলিম্পিক আয়োজনে মরিয়া ভারত কদিন আগে আগ্রহ প্রকাশ করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে (আইওসি) চিঠি পাঠিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বিদের এমন সিদ্ধান্তেও বাগড়া দেবে পাকিস্তান।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। এতে অংশ নেবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।   

Link copied!