• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ভারতের রেকর্ড গড়া তিনে তিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৬:৪৪ পিএম
ভারতের রেকর্ড গড়া তিনে তিন

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত সব সংস্করণে এক নম্বর দল হয়ে ইতিহাস রচনা করেছে। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে এই অর্জন উপমহাদেশের দলটির।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে নাগপুরে প্যাট কামিন্সদের অনায়াসেই হারিয়ে দেয় ভারত। যার ফলে অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থান দখল করে তারা।

ভারত ইতিমধ্যেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সংস্করণে এক নম্বর দল। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে উঠেছে।

এই প্রথমবার ভারত সব সংস্করণজুড়ে শীর্ষ র‌্যাঙ্কিংয়ে পৌঁছেছে। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার পরে এই কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় দল তারা।

ভারত গত জানুয়ারিতে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সংস্করণে এক নম্বর দল হয়েছিল। অন্যদিকে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর ২০২২ সালে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছিল তারা।

টেস্টে ১১১ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয়। ইংল্যান্ড ১০৬ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে তৃতীয়।

Link copied!