• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘জীবনেও রাজনীতি করব না’, পুরোনো পোস্টে সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৯:০৭ এএম
‘জীবনেও রাজনীতি করব না’, পুরোনো পোস্টে সাকিব

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, ‘আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই।’

(শনিবার) সন্ধ্যায় এ বিশ্বসেরা অলরাউন্ডারের মনোনয়ন ফরম নেওয়ার খবর প্রকাশ হতেই সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শেয়ার করছেন। পুরানো এ পোস্ট নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।

ভাইরাল হওয়া ওই ফেসবুক পোস্টে সাকিব আরও লিখেছিলেন, ‘আমাকে নিজের অবস্থান স্পষ্ট করতে দিন। আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই। আমাকে বোর্ড সভাপতি (পাপন) অনুরোধ করায় আমি ক্রিকেট দলের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে রাজনীতি নিয়ে একটি শব্দও বলিনি। তাই সবাইকে বলব যে- আমাদের মিডিয়াকে বিশ্বাস করবেন না। আশা করি নিজের বিষয়টা পরিষ্কার করতে পেরেছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। একটি নয়, দুটি নয়, তিন তিনটি আসনের। অর্থাৎ তিনটি আসন থেকে নির্বাচন করতে চান ক্রিকেট বিশ্বের এই অলরাউন্ডার। আসনগুলো হলো ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

খেলা বিভাগের আরো খবর

Link copied!