• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

ডার্বি হেরে ‍‍`অফসাইডের‍‍` অভিযোগ গার্দিওলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ১০:২৩ এএম
ডার্বি হেরে ‍‍`অফসাইডের‍‍` অভিযোগ গার্দিওলার

ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড- দুই দল ‍‍`ম্যানচেস্টার ডার্বিতে‍‍` মুখোমুখি হয়েছিল শনিবার রাতে। ২-১ গোলে ম্যাচে জয় তুলে নিয়েছে ইউনাইটেড।

একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার মাত্র আড়াই মিনিটের মাথায় ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন জ্যাক গ্রিলিশ। তবে পিছিয়ে পড়ে যেন আরও হিংস্র বাঘ হয়ে উঠল ম্যানচেস্টার ইউনাইটেড।

মাত্র চার মিনিটের ব্যবধানে সিটির জালে বল পাঠালো দুইবার। ইউনাইটেডের হয়ে সমতাসূচক গোল করেছেন ব্রুনো ফের্নান্দেস। আর জয়সূচক গোলটি এসেছে মার্কাস র‍্যাশফোর্ডের পা থেকে। শেষ পর্যন্ত লিড ধরে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিটির বিপক্ষে ডার্বি ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা।

তবে ম্যাচের ফলাফল নিয়ে খুশি নন সিটি কোচ পেপ গার্দিওলা। তার মতে, অন্য মাঠে খেলা হলে ফলাফল এমন হতো না।

তিনি বলেন, "র‍্যাশফোর্ড অফসাইড ছিল এবং সে আমাদের খেলোয়াড়দের বিভ্রান্ত করছিল। হয়তো আমি জানি না নিয়মটা কী। কিন্তু আমি জানি আমরা কোথায় খেলছি। এই স্টেডিয়ামে, এই রেফারির সাথে- এমনটি হতে পারে।"

Link copied!