• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি ফারজানা ও নাহিদার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৪:১৮ পিএম
র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি ফারজানা ও নাহিদার
ফাইল ছবি

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব‌্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ‌্যে সেরা অবস্থানে উঠে এলেন ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তার। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯ নম্বরে উঠেছেন। স্পিনার নাহিদা ৫ ধাপ এগিয়ে বোলিং র র‌্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে আছেন।

ভারতের বিপক্ষে স্বপ্নের মতো একটা সিরিজ শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম বারের মতো ওয়ানডেতে হারিয়েছে ভারতীয়দের। আর নাটকীয়তায় ভরপুর শেষ ম্যাচ টাই হওয়ায় ১-১ এ সমতায় সিরিজ ভাগাভাগি করেছে বাংলাদেশ ও ভারত। আর এই সিরিজে পাওয়া গেছে বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ানকে।

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ১০৭ রানের চমৎকার ইনিংস খেলেন ফারজানা। তিন ম্যাচে ১৮১ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হন তিনি। আর ব্যাট হাতে দারুণ এই পারফরমেন্সেএই ডানহাতি ব্যাটার ১১ ধাপ লাফিয়ে র‌্যাঙ্কিংয়ে ১৯তম স্থানে উঠে এসছে। ক্যারিয়ার সেরা ৫৬৫ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।

প্রথম বাংলাদেশি নারী হিসেবে ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ের সেরা ২০ এ জায়গা করেছেন। এরআগে  বাংলাদেশের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সেরা সাফল্য ২৫তম স্থান। ক্রিকেটার ছিলেন রুমানা আহমেদ।

ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে‌ ও দারুণ অর্জন আছে বাংলাদেশের। নাহিদা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসছেন। শেষ ম্যাচে তিনটি সহ পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনারও দেশের হয়ে সেরা র‌্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছেন। তার রেটিং ৫২৯। আগের সেরা অর্জন ছিল সালমা খাতুনের। গত বছর ডিসেম্বরে বোলারদের তালিকায় ২০তম হন সালমা খাতুন। তিনি একধাপ নিচে নেমে আছেন ২২ নম্বরে। তার রেটিং ৫০৪। এছাড়া বোলার র‌্যাঙ্কিংয়ে সুলতানা খাতুন ২১ ধাপ এগিয়ে ৫৭তম, রাবেয়া খান ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে।

Link copied!