• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫
প্যারিস অলিম্পিক

ভারতকে হারিয়ে ফাইনালে জার্মানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ০৫:৫৯ এএম
ভারতকে হারিয়ে ফাইনালে জার্মানি
সেমিফাইনালে হারের পর হতাশ ভারতের হার্দিক সিং। ছবি: সংগৃহীত

২০২১ সালের টোকিও অলিম্পিকের পুরুষ হকিতে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। আর এবার প্যারিস অলিম্পিকে সেই ভারতকে সেমিফাইনালে হারিয়ে সোনা জয়ের লড়াইয়ে উঠে গেল জার্মানি। মঙ্গলবার শেষ চারের লড়াইয়ে জার্মানি ৩-২ গোলে টানা আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতকে পরাজিত করে। 

ম্যাচের হাফ টাইমে ২-১ গেলে এগিয়ে ছিল জার্মানরা। ভারত যে সময়ে অলিম্পিকে দাপট দেখায়, সে সময় হকিতে ইউরোপ,  অস্ট্রেলিয়া, আফ্রিকা  কিংবা ল্যাটিন আমেরিকার দাপট ছিল না। বিশ্বকাপ কিংবা অলিম্পিকে একচেটিয়া রাজত্ব করতো এশিয়া মহাদেশের দলগুলো। সবমিলে পাকিস্তান ছিল বিশ্বসেরা দল। তারপরই ছিল ভারতের অবস্থান। ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলের দলগুলো কৃত্রিম মাঠে হকি খেলার প্রচলন  হওয়ার পর থেকে দাপট দেখাচ্ছে, পিছিয়ে পড়েছে এশিয়া। 

১৯৮৪ সালের অলিম্পিকে শেষ বারের মতো এশিয়ার দল চ্যাম্পিয়ন হয় পাকিস্তানের হাত ধরে। এরপর থেকে এশিয়ার কোন দেশ শিরোপা জিততে পারেনি। এবারও পারলো না।

Link copied!