আজ থেকে ২৮ বছর আগে অলিম্পিক গেমসে নারী ফুটবল অন্তর্ভূক্ত হয়। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টার সেই অলিম্পিক আসর থেকেই দাপট দেখিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নারী দল।
এর আগে হওয়া ৭ বারের মধ্যে ৫ বার ফাইনাল খেলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। অলিম্পিক ফুটবলে সবচেয়ে সফল দলটি আরো একবার স্বর্ণজয়ের কাছাকাছি চলে এসেছে।
মঙ্গলবার রাতে প্যারিস অলিম্পিক নারী ফুটবলের সেমিফাইনালে জার্মানীর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে স্বর্ণ পুনরুদ্ধারের শেষ মঞ্চে উঠেছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হয়নি।
বাড়িয়ে দেওয়া ৩০ মিনিট সময়ের মধ্যে জয়সূচক গোলটি করে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রকে লিড এনে দেন স্মিথ সফিয়া। বাকি ২৫ মিনিটে আর গোল হয়নি। সমতা আনার জন্য আপ্রাণ চেষ্টা করেও সফর হয়নি জার্মানী দল। মূল্যবান জয় নিয়ে দুই আসর পর আবার স্বর্ণের লড়াইয়ে যুক্তরাষ্ট্র।
আগামী শুক্রবার ব্রোঞ্জ পদকের ম্যাচে মাঠে নামবে স্পেন ও জার্মানি। আর শনিবার সোনা জয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল। অপর সেমিফাইনালে স্পেনকে ৪–২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল।