ফুটবল মাঠে সাধারণত লাল ও হলুদ কার্ড দেখে অভ্যস্ত ফুটবল বিশ্ব। এবার প্রথমবারের মতো পর্তুগালের বেনফিকা এবং স্পোর্টিং লিসবনের মধ্যে নারীদের ডার্বি ম্যাচের সময় রেফারি ‘সাদা কার্ড’ দেখিয়েছেন।
১৯৭০ সালের ফিফা বিশ্বকাপের পর থেকে ফুটবল সমর্থকরা রেফারির দেওয়া হলুদ ও লাল কার্ড দেখানোর সঙ্গে পরিচিত হয়ে উঠেছে। তবে এই প্রথম খেলায় সাদা কার্ড ব্যবহার করা হয়েছে।
শনিবার পর্তুগালে নারীদের ম্যাচে এটি ঘটেছিল। ডাগআউটের বেঞ্চে থাকা একজন খেলোয়াড় প্রথমার্ধের শেষে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গেছে।
রেফারি উভয় মেডিকেল টিমকে সাদা কার্ডটি দেখিয়েছিলেন। যারা খেলার চেয়েও খেলোয়াড়ের অসুস্থতাকেই বেশি গুরুত্ব দিয়ে সহায়তায় ছুটে গিয়েছিল।
যখন দুই দলের মেডিকেল স্টাফরা অসুস্থ খেলোয়াড়টির দিকে ছুটে যায়, তখনই রেফারি সাদা কার্ড তুলে ধরেন। লিসবনের স্টেডিয়ামে থাকা সমর্থকরা রেফারিকে সাদা কার্ড তুলে ধরতে দেখে প্রথমে অবাক হয়। তবে ইতিহাসের সাক্ষী হতে পেরে তারা আপ্লুতও হয়ে পড়ে।
জেওই-এর রিপোর্ট অনুসারে, ‘ক্রীড়াক্ষেত্রে নৈতিক মূল্যবোধের উন্নতি’ করার লক্ষ্যে ম্যাচ চলাকালীন ফেয়ার খেলার স্বীকৃতি দেওয়ার জন্য সাদা কার্ডের প্রচলন করা হয়েছে।