অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে পাকিস্তান। আর তাদেরকে হারিয়ে অজিদের অবস্থান টেবিলের চার নম্বরে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাবর আজমদের হার ৬২ রানে। আর হারের কারণ হিসেবে পাকিস্তান অধিনায়ক দুষছেন বাজে ফিল্ডিং।
অস্ট্রেলিয়ার ৩৬৭ রানের স্কোরে বড় অবদান ছিল ডেভিড ওয়ার্নারের ১৬৩ রানের ইনিংসটা। তবে, এই ওয়ার্নারের ক্যাচই ফেলে দিয়েছিলেন উসামা মির। তখন তার রান ছিল মাত্র ১০ আর সেঞ্চুরির পর আবারও এই ব্যাটারের ক্যাচ ছাড়েন সেই উসামা মির। আর তার এই ক্যাচ মিস গুলোই ম্যাচ থেকে ছিটকে ফেলেছে পাকিস্তানকে। কথায় আছে না ক্যাচ মিস তো ম্যাচ মিস সেটাই হলো পাকিস্তানের ভাগ্যে।
বাবর আজম ম্যাচ শেষে বলেন, “প্রথম ৩৪ ওভারের বোলিং এবং ফিল্ডিং ম্যাচ থেকে আমাদের ছিটকে দিয়েছে। আমরা ওয়ার্নারের সহ আরও একাধিক ক্যাচ মিস করেছি। এ ধরনের ব্যাটার জীবন পেলে সেটার মূল্য দিতেই হবে। এটি বড় রানের মাঠ এবং শুরুতেই আমরা এমন সুযোগ হাতছাড়া করেছি। তবে শেষ ১৫ ওভারে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। এজন্য পেসার এবং স্পিনারদের কৃতিত্ব দেব।”
এতো রান তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিংয়ে কী পরিকল্পনা ছিল, সেটিও জানালেন অধিনায়ক। বাবর বলেন, “আমরা বড় রান টপকাতে পারব। আমরা সেভাবেই শুরুটা করেছিলাম এবং লাইটের আলোতে বলও সেভাবে আসছিল। আমরা শুরুতে পার্টনারশিপ পেয়েছি, তবে মিডল অর্ডারেও বড় জুটির দরকার ছিল। সেটি না হওয়ায় ভিন্ন ফল দেখতে হয়েছে।”
আগামী ২৩ অক্টোবর পরবর্তী ম্যাচে পাকিস্তান লড়বে আফগানিস্তানের বিপক্ষে।