• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

এজাজকে এলেবেলে বোলার বলে খোঁচা কাইফের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৫:০৪ পিএম
এজাজকে এলেবেলে বোলার বলে খোঁচা কাইফের
মোহম্মদ কাইফ ও এজাজ প্যাটেল। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পরে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেলের। কিউই স্পিনার সেই কৃতিত্ব অর্জন করেন ভারতের বিরুদ্ধে। এবার ফের ভারতের ব্যাটিং লাইনআপে কাঁপুনি ধরিয়ে দেন এজাজ। তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১৫টি উইকেট নেন। মুম্বাইয়ের শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট সংগ্রহ করেন এজাজ।

এর পরও নিউজিল্যান্ডের স্পিনারকে বিশেষ গুরুত্ব দিতে রাজি হলেন না ভারতের সাবেক ব্যাটার মোহম্মদ কাইফ। কাইফ মূলত এজাজকে এলেবেলে বোলার হিসেবে বর্ণনা করলেন। এক্ষেত্রে এজাজের বিরুদ্ধে ব্যর্থতার জন্য ভারতীয় ব্যাটারদেরই দোষারোপ করলেন কাইফ। তার দাবি, এজাজের মানের স্পিনার ভারতের সব ক্লাবেই দেখতে পাওয়া যাবে।

কাইফ অবাক এটা দেখেও যে, গ্লেন ফিলিপসের মতো পার্টটাইমার স্পিনারকেই উইকেট দিয়েছে ভারত। কাইফের মতে, কীভাবে ভালো বল করতে হয়, ফিলিপসের সেটা জানাও নেই।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে কাইফ বলেন, ‘এজাজ প্যাটেল মোটেও ভালো বল করেনি। ওর পিচ ম্যাপ দেখলেই বোঝা যায় যে, ২টি বল ফুলটস করেছে, ২টি বল শর্ট পিডচ আর ২টি লেনথ বল করেছে। তার পরও ও উইকেট পেয়েছে ক্রমাগত।’

কাইফ আরও বলেন, ‘গ্লেন ফিলিপস একজন পার্টটাইমার। ও জানেই না কীভাবে ভালো বল করতে হয়। একজন ভালো মানের স্পিনারের কাছে পরাস্ত হলে না হয় কথা ছিল। আমরা তো পার্টটাইমারের কাছেও হার মেনেছি! লোকে এখন বলবে ওয়াংখেড়েতে এজাজের ২২টি উইকেট রয়েছে। অথচ ও বল ঠিক জায়গায় ফেলতেও পারে না। এজাজ ওভারে ২টি করে ভালো বল করেছে এবং তাতেই উইকেট পেয়েছে।’

শেষে কাইফ যোগ করেন, ‘শেষ টেস্টে ভারতীয় দল যেভাবে হেরেছে, অত্যন্ত হতাশাজনক। মুম্বাই টেস্টে নিউজিল্যান্ড দলে একজনও ভালো বোলার ছিল না।’

অবশ্য নিউজিল্যান্ডের একমাত্র ভালো বোলার হিসেবে কাইফ স্বীকৃতি দেন মিচেল স্যান্টনারকে, যিনি চোটের জন্য মুম্বাই টেস্টে মাঠেই নামতে পারেননি। তবে তার আগে পুণের দ্বিতীয় টেস্টে কার্যত একার হাতে নিউজিল্যান্ডকে জয় এনে দেন স্যান্টনার।

কাইফ বলেন, ‘স্যান্টনার ভালো বল করেছে। পুণে টেস্টে ও যে রকম বল করেছে, সেটাকে ক্লাসিক টেস্ট ম্যাচ পারফর্ম্যান্স বলা যায়।’

 

Link copied!