• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০, ১৫ রমজান ১৪৪৬
বিপিএল

ফাইনালে ব্যাট করছে চিটাগং কিংস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৬:১০ পিএম
ফাইনালে ব্যাট করছে চিটাগং কিংস

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা নামতে যাচ্ছে। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

চিটাগং কিংসের আজকের একাদশে নেই দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের জয়ের নায়ক আলিস আল ইসলাম। তার পরিবর্তে খেলছেন নাঈম ইসলাম।

বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। গত আসরে (২০২৪) তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। চলতি আসরেও ট্রফি জিততে উন্মুখ হয়ে আছেন তামিমরা। এদিকে ২০১৩ আসরের পর ফের বিপিএলের ফাইনালে চিটাগং কিংস। আর একটি ম্যাচ জিতলেই প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পাবে বন্দরনগরীর দলটি।

চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বরিশাল ও চিটাগং। তাতে দুই জয়ের বিপরীতে তামিমের দল হেরেছে ১ ম্যাচ। প্রথম পর্বের শেষ ম্যাচে ২৪ রানে হারলেও প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চিটাগংকে উড়িয়ে দিয়ে ‘মধুর’ প্রতিশোধই নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালেও সেই ছন্দ ধরে রাখার আশা তাদের।

একাদশ
ফরচুন বরিশাল : তামিম ইকবাল (অধিনায়ক), তাওহিদ হৃদয়, ডেভিড ম্যালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, ইবাদত হোসেন, তানভির ইসলাম ও মোহাম্মদ আলি।

চিটাগং কিংস : মোহাম্মদ মিথুন (অধিনায়ক), খাজা নাফাই, হুসাইন তালাত, শামীম হোসেন পাটোয়ারি, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাইম ইসলাম। 

Link copied!