• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬
বিপিএল

খুলনার বিপক্ষে চট্টগ্রামের মাঝারি সংগ্রহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৩:৫২ পিএম
খুলনার বিপক্ষে চট্টগ্রামের মাঝারি সংগ্রহ
ছবি: সংগ্রহীত

শুরুতে উইকেট হারালেও আফিফ হোসেনকে নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন উসমান খান। তবে তাদের বিদায়ের পর আর কেউ ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত খুলনা টাইগার্সকে ১৫৮ রানের মাঝারি লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম।

শুক্রবার (২০ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার ম্যাক্স ও’দাউদকে হারায় চট্টগ্রাম। এরপর আফিফকে নিয়ে প্রাথিম চাপ সামাল দেন আরেক ওপেনার উসমান খান।

দু’জনের ব্যাটিংয়ে চট্টগ্রামের রানের চাকাও চলতে থাকে সাবলীলভাবে। ইনিংসের ৯ম ওভারে উসমান আউট হলে ভাঙে তাদের ৭০ রানের জুটি। এরপর রাসুলি নামার পর আবারও রানের চাকা স্লো হয়ে যায়।

এরপর দলীয় ১১১ রানে বিদায় নেন আফিফ হোসেন। ফেরার আগে ৩১ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। এরপরই আসা যাওয়ার মিছিল শুরু হয় চট্টগ্রামের ব্যাটিং লাইনআপে।

২০ রানের ব্যবধানে ফিরে যান রাসুলি, খাজা নাফি ও জিয়াউর রহমান। শেষদিকে ব্যাট হাতে ঝড় শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ফরহাদ রেজা। তবে অন্যরা উইকেটে থিতুই হতে পারেননি। শেষ ওভারেই ফিরে গেছেন তিন ব্যাটার।

শেষ পর্যন্ত রেজার ৯ বলে ২১ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রানের সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

 

Link copied!