• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ১০:৫৮ এএম
বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বাছাই পর্বকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মারুফা আক্তার।


বাছাই পর্বে তেমন পরিবর্তন আনেনি বিসিবি। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়রা সবাই আছেন। তবে বাদ পড়েছেন ফারিহা ইসলাম ও সুরাইয়া আজমিন। তাদের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম ও নতুন মুখ মারুফা। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লিগে দারুণ বোলিংয়ের কারণে জাতীয় দলে ডাক পেলেন তিনি। 


আগামী ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব। ‍‍`এ‍‍` গ্রুপে টাইগ্রেসদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

 
বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), শারমিন আক্তার, ফারজানা হক, সালমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, শারমিন সুলতানা,  রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল,  সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন,  ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার। 

Link copied!