৪৮ ওভার ২ বল ২২৭ /১০
১৯:০৪
১০ বল বাকি থাকতেই বাংলাদেশ অলআউট। হারের ব্যবধান ১৩৭ রান। শেষ উইকেট হিসাবে বিদায় নেন তাসকিন আহমেদ। স্যাম কারেনের বলে বোল্ড হবার আগে তাসকিন করেন ১৫ রান।
১৮: ৪৮
শররীফুলকে ফেরালেন উড
মার্ক উডের ঘণ্টায় ৯১ মাইল গতির বল। সেটি জায়গা বানিয়ে খেলতে গিয়েছিলেন শরীফুল। হয়েছেন বোল্ড। বাংলাদেশের বাকি ১ উইকেট।
১৮: ৩০
রশিদের উইকেট ফেরালেন মেহেদিকে
নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন। আজ নিজের নবম ওভারে এসে উইকেটের দেখা পেলেন আদিল রশিদ। তাঁর গুগলি একেবারেই বুঝতে পারেননি মেহেদী হাসান। মিস করে বোল্ড। বাংলাদেশের বাকি ২ উইকেট।
১৮: ২৫
৪০তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসেই হৃদয়কে ফেরালেন লিয়াম লিভিংস্টোন। সামনে ডানহাতি বলে লেগ স্পিন করেছেন লিভিংস্টোন। ড্রিফটের পর হালকা টার্ন করে বেরিয়ে যাচ্ছিল, তাতে খোঁচা মেরেছেন হৃদয়। ৬১ বলে ৩৯ রান তার।
১৭: ৪৮
টপলির চতুর্থ শিকার মুশফিক
শটে টাইমিং হয়েছে ভালো। তবে সেটি সরাসরি গেছে ডিপ থার্ডে থাকা আদিল রশিদের হাতে। রিস টপলির শর্ট বলে আপার কাট করতে গিয়ে ক্যাচ দিয়ে থামলেন মুশফিকুর রহিম। ফিরলেন ৫১ রান করে। টপলি পেলেন তাঁর চতুর্থ উইকেট।
১৭: ৪৪
মুশফিকের ফিফটি
লিটনের পর এবার ফিফটি পেলেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৪৭তম ফিফটিটি পেতে তার লেগেছে ৬১ বল।
১৭ : ২৪
লিটনের বিদায়
৬৫ বলে ৭৬ রান। লিটন ছিলেন দারুণ। সেঞ্চুরি উঁকি দিচ্ছিল ভালোভাবেই। কিন্তু ৬৬তম বলে ক্রিস ওকসের অফ কাটার, বুঝতে না পারাই হলেন কট-বিহাইন্ড। আম্পায়ার পল উইলসন আউট দেওয়ার পরই লিটনের হতাশা ছিল স্পষ্ট। তিনি নিজেও জানেন, দারুণ এক ইনিংসের অপমৃত্যু ঘটেছে মাত্র। ভাঙল মুশফিকের সঙ্গে তার ৭২ বলে ৭৫ রানের জুটি।
১৭:০৩
লিটন-মুশফিকের জুটি পঞ্চাশ ছাড়াল
টপলির পর ওকসের তোপে বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছিল ৪৯ রানেই। এরপর থেকে জুটি গড়ছেন লিটন ও মুশফিক। তাঁদের জুটি অবিচ্ছিন্ন ৫৭ রানে। ২০তম ওভারে প্রথমবারের মতো স্পিনারকে এনেছেন জস বাটলার। সেটি আদিল রশিদ, বাংলাদেশের বিপক্ষে যে ইংলিশ বোলারের উইকেট সবচেয়ে বেশি।
১৬:২৪
লিটনের ফিফটি
বেশ কিছুদিন নিজের ছায়া হয়েছিলেন তিনি। ব্যাট হাতে রান পাচ্ছিলেন না লিটন। তবে বিশ্বকাপে প্রথম প্রস্তুতি ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু পরে আবারও হাসেনি তার ব্যাট। তবে, ইংল্যান্ডের বিপক্ষে এসে পেল হাফসেঞ্চুরির দেখা। ৩৮ বলে করেন ৫০ রান। যেখানে ৪ সাতটা ও ৬ একটা।
১৬:১২ পিএম
মিরাজ ফিরলেন ক্রিস ওকসের শিকার হয়ে
শান্তর মতো দারুণ ফর্মে ছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে, এই অলরাউন্ডার আজ ব্যাট হাতে ব্যর্থ। ১ চারে ৭ বলে ৮ রান করা মিরাজকে ফেরান ক্রিস ওকস। ৮ ওভার ৩ বলে ৪৯ রানে নেই চার উইকেট।
১৫:৫৭ পিএম
ফিরলেন সাকিব
রিস টপলির তৃতীয় শিকার। এবার তার বলে বিদায় নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ৯ বলে ১ রান করে বোল্ড হয়ে ফেরেন সাকিব।
৩:৪১ পিএম
রিস টপলির জোড়া আঘাত
ম্যাচের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্লিপে জনি বেয়ারস্টোকে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। আবারও ফ্লপ ব্যাট হাতে এই ব্যাটার। করেন মাত্র ১ রান। পরের বলে বিদায় দারুণ ছন্দে থাকা নাজমুল শান্ত। গোল্ডেন ডাকে ফেরেন তিনি। তার ক্যাচটি ব্যাকওয়াড পয়েন্টে ধরেন লিয়াম লিভিংস্টোন।
৩:৩৫ পিএম
লিটনের টানা তিন চার
বাংলাদেশের ইনিংসে ক্রিস ওকসের করা প্রথম ওভারেই টানা তিন চার লিটন দাসের। প্রথমটি মিডউইকেটে পরেটি কাভারে এবং শেষ শটটি স্কয়ার লেগে খেলেন।
৫০ ওভার ৩৬৪/৮
৩:০১ পিএম
ইংল্যান্ড থামল ৩৬৪ রানে
ধর্মশালায় শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর ব্যাট হাতে তান্ডব চালায় ইংল্যান্ড দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। বিশেষ করে ডেভিড মালান ছিলেন বেশি আগ্রাসি। এই ওপেনার এদিন রীতিমতো টর্নেডো বইয়ে দেন। মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলেছে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন মালান। বাংলাদেশের হয়ে ৪টি উইকেট শিকার করেছেন মেহেদী।
২:৪৮ পিএম
স্যাম কারেন ও আদিলকে ফেরালেন মেহেদি
ফ্ল্যাট মেরেছিলেন স্যাম কারেন। লং অফ থেকে বাঁয়ে ছুটে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন নাজমুল। মনে রাখতে হবে, ধর্মশালার এ মাঠ ডাইভের জন্য সহজ নয় মোটেও। ইংল্যান্ড হারিয়েছে আরেকটি উইকেট। এরপর মেহেদির চতুর্থ শিকার আদিল রশিদ। ফিরলেন ১১ রান করে।
২:৪০ পিএম
ব্রুকের বিদায়
ব্রুকের বিপক্ষে গতি কমিয়ে আনা ডেলিভারিতে সফল হলেন মেহেদী। আগের বলে ফুলটসে চার মেরেছিলেন ব্রুক। এবার গতি কমিয়ে অফ স্টাম্পের বাইরে করলেন মেহেদী। তুলে মারতে গিয়ে লং অফে লিটনের হাতে ধরা পড়েছেন ১৫ বলে ২০ রান করে।
২:২৪ পিএম
শরীফুলের জোড়া আঘাত
শরীফুলের আরেকটি নাকল বল। আরেকটি উইকেট। এবার তাঁর শিকার জো রুট। স্টাম্প লাইন থেকে আড়াআড়ি তুলে মারতে গিয়ে খাড়া ওপরে তোলেন রুট। সময় পেয়ে কাজে লাগিয়েছেন মুশফিকুর রহিম, ভুল করেননি কোনো। রুট আউট ৮২ রানে।
এবং ঠিক পরের বলেই বোল্ড লিয়াম লিভিংস্টোনও। গোল্ডেন ডাক তার। ২৯৬ রানে ২ উইকেট থেকে ৩০৫ রানে ৫ উইকেট।
২:১৩ পিএম
বাটলারকে ফেরালেন শরীফুল
অফ স্টাম্পের অনেক বাইরে নাকল বল। তাতে ব্যাট চালিয়ে বল স্টাম্পে ডেকে এনেছেন জস বাটলার। হয়েছেন বোল্ড। ইংল্যান্ড অধিনায়ক খেলেছেন ১০ বলে ২০ রানের ইনিংস।
১:৫৮ পিএম
মালানের বিদায়
অবশেষে থামলেন মালান। মেহেদীর টসড আপ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। ১০৭ বলে করেছেন ১৪০ রান। ১৬টি চারের সঙ্গে মেরেছেন ৫টি ছক্কা। সেঞ্চুরির পর ১৬ বলে তিনি করেছেন ৪০ রান। রুটের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটি থেমেছে ১৫১ রানে।
১:৪৮ পিএম
রুটের ফিফটি
ধীরগতির শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়িয়েছে জো রুট। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৪ বল খেলেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। মালানের সঙ্গে রুটের জুটি ইতোমধ্যেই শতরান পেরিয়ে গেছে। উইকেটের খোঁজে দিশেহারা বাংলাদেশ।
১:৩৫ পিএম
মালানের শতক
৩৯ বলে ফিফটি করেছিলেন। সেঞ্চুরি করতে লাগল ৯১ বল। মাঝে একটু গতি কমে এসেছিল তাঁর। সাকিবের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। জেসন রয়ের অনুপস্থিতিতে ওপেনিংয়ে ফেরেন তিনি। মালান শেষ ১০ ম্যাচে করেছেন চারটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। মোট ২৩ ইনিংসে ৫ ফিফটি ও ৬ সেঞ্চুরি ডেভিড ম্যালানের।
১:১৯ পিএম
বড় সংগ্রহের পথে ইংল্যান্ড
বেয়ারস্টো ফেরার পর কিছুটা হলেও রানের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। উইকেটে এসে দেখে-শুনেই শুরু করেন জো রুট। তবে উইকেটে থিতু হয়ে হাত খুলতে শুরু করেছেন এই অভিজ্ঞ ব্যাটারও। অপর প্রান্তে অবিচল আছেন মালান। এই দুইজনের ব্যাটে বড় সংগ্রহের পথেই হাঁটছে ইংলিশরা।
১২:৩৪ পিএম
অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ
সাকিব আল হাসানের টার্ন হীন দ্রুতগতির বল। ব্যাকফুটে খেলতে গিয়ে বেয়ারস্টো হয়েছেন বোল্ড। আবারও বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন সাকিব আল হাসান। বেয়ারস্টো আউট হয়েছেন ৫৯ বলে ৫২ রান করে। ইংল্যান্ডের ওপেনিং জুটি ভেঙেছে ১১৫ রানে।
১২:১৭ পিএম
মালান-বেয়ারস্টো ফিফটি
ওয়ানডেতে নিজের একশতম ম্যাচ খেলতে নেমেছেন বেয়ারস্টো। যে কারণে ম্যাচের আগে একটা বিশেষ ক্যাপও পেয়েছেন এই ওপেনার। বিশেষ এই দিনটা এবার ফিফটিতে রাঙালেন বেয়ারস্টো। এই মাইলফলক ছুঁতে তিনি খরচ করেছেন ৫৪ বল। এরআগে, ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে সাকিবকে স্কয়ার লেগে ঠেলে এক রান নেন মালান। সেই সঙ্গে স্পর্শ করেন ব্যক্তিগত ফিফটি। বিশ্বকাপে এটি তার প্রথম ফিফটি।
১১:৫৬
প্রথম পাওয়ার প্লেতে ৬১ রান ইংল্যান্ডের
প্রথম ১০ ওভারে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। প্রথম পাওয়ারপ্লেতে মোস্তাফিজ ও সাকিবের একটি করে ওভার বাদ দিলে প্রতিটিতেই বাউন্ডারির দেখা পেয়েছে ত্রি-লায়ন্সরা।
শুরুতেই রিভিউ নষ্ট করল বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে নতুন বলে সুবিধা করতে পারেননি পেসাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করেন তাসকিন-মুস্তাফিজ। ইনিংসের ৫ম ওভারের প্রথম বলে মুস্তাফিজের বাউন্সারে পুল করেছিলেন ডেভিড মালান। তবে ব্যাটে-বলে করতে পারেননি। বল উইকেটকিপারের হাতে গেলে কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। এরপর রিভিউ নেন সাকিব। কিন্তু লাভ হয়নি। তৃতীয় আম্পায়ার নিশ্চিত করেছেন বল মালানের কাঁধে লেগেছিল।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান।
এই মাচে দুদলিই একটি করে পরিবর্তন এনেছে। বাংলাদেশ দলে দ্বিতীয় ম্যাচে বাদ পড়ছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দলে এসেছেন শেখ মেহেদী। অন্যদিকে, ইংল্যান্ড বাদ দিয়েছেন মঈন আলীকে। তার জায়গায় দলে এসছেন রিস টপলি। উইকেটের মসচারকে কাজে লাগানোর জন্যই টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ইংল্যান্ড কাপ্তান জস বাটলারও টস জিতলে ফিল্ডিং নিতেন।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।