• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১৩ রজব ১৪৪৬

রাতে সিরিজ বাঁচানোর ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০২:০৮ পিএম
রাতে সিরিজ বাঁচানোর ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। ছবি : সংগৃহীত

এরআগে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ সিরিজে বাংলাদেশ প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। কিন্তু এবার একই দেশ সফরে হার দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে মঙ্গলবার ক্যারিবিয়ানদের মুখোমুখি হতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ।

সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৩০ মিনিটে।

টানা জয়ের সুখস্মৃতি নিয়েই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যদিও ব্যাটিং সহায়ক উইকেটে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে না পারার মাশুল গুণতে হয়েছে ৫ উইকেটের হার দিয়ে।

প্রথম ওয়ানডেতে ২৯৪ রানের পুঁজি গড়েও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা। ১৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে ক্যারিবীয়রা।

প্রথম ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাদের টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের ইতি ঘটেছে। এ ছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ডটাও হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। রেকর্ড ধরে রাখতে ও সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলছেন, ‘আমাদের কাছে এখনও সুযোগ আছে কারণ আমরা একটিমাত্র ম্যাচ হেরেছি এবং আমরা যদি পরের ম্যাচে জিততে পারি তাহলে আমাদের সিরিজ জয়ের সুযোগ থাকবে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের জয় ২২টিতে ও বাংলাদেশের জয় ২১টিতে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

খেলা বিভাগের আরো খবর

Link copied!