নারী এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে হেরে খানিকটা হোঁচট খেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। থাইল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে টিম টাইগ্রেসরা।
শেষ চার নিশ্চিত করতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিতলেই সেমিফাইনাল, হারলে কার্যত বিদায় এমন সমীকরণ নিয়ে মাঠে নামছেন জ্যোতিরা।
বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে।
শক্তির বিচারে মালয়েশিয়ার বিপক্ষে যোজন ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এখনো পর্যন্ত দলটির বিপক্ষে হারের রেকর্ড নেই। তিন ম্যাচের সবগুলোতেই বড় ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা।
‘বি’ গ্রুপ থকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাইল্যান্ড। তবে নেট রান রেটে বেশ এগিয়ে প্রতিপক্ষরা। তাই এই ম্যাচে মালেশিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নজর রাখতে হবে রান রেটের দিকেও। গ্রুপে দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে আছে স্বাগতিক শ্রীলঙ্কা।