• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশ দল এন্টিগায়, শুক্রবার অস্ট্রেলিয়ার মোকাবিলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৪:৩৯ পিএম
বাংলাদেশ দল এন্টিগায়, শুক্রবার অস্ট্রেলিয়ার মোকাবিলা
বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

অনেক সমালোচনা, বিতর্ক, তুচ্ছতাচ্ছিল্যকে দুমড়ে মুচড়ে দিয়ে বাংলাদেশের বীর সেনানিরা এখন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে জায়গা করে নিয়েছে। যেখানে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান, ২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ২০১৬ সালের রানার্সআপ নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো সুপার এইটে উঠতে পারেনি, সেখানে বাংলাদেশের এই পর্বে উঠা বড়ই গৌরবের। যাইহোক, সুপার এইটের সুপার ম্যাচগুলোতে অংশ নিতে বাংলাদেশ দল এখন এন্টিগায় চলে গেছে। ২১ জুন শুক্রবার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ ২০১০ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এই পর্ব শুরু করবে। বাংলাদেশের পরের দুই ম্যাচ ২২ জুন রাত সাড়ে ৮টায় ২০০৭ সালের চ্যাম্পিয়ন ভারত এবং ২৫ জুন সকাল সাড়ে ৬টায় আফগানিস্তানের বিপক্ষে।

Link copied!