এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। গত আসরে দলটি ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, এবারের আসরে পরপর দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মারা। তাই তো শুত্রবার(১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার। এই ম্যাচে দলে আসতে পারে পরিবর্তন। তবে, ভারতের বোলিং কোচ মনে করেন বাংলাদেশের সঙ্গে ম্যাচটি সহজ হবে না।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে ভারতীয় বোলিং কোচ পরশ মাম্বরে বলেন, “আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রত্যেক দলই চ্যালেঞ্জিং। এই গেমও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো একটি দল। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে যেকোনো দলের বিপক্ষেই, যথারীতি বাংলাদেশের বিপক্ষেও।”
বাংলাদেশের পেস বোলদের নিয়েও প্রশংসা করেন ভারতয়ি বোলিং কোচ পরশ। ভারতীয় বোলিং কোচ বলেন, “বাংলাদেশ অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল। গত কয়েক বছরে তারা অনেক কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে। তাদের কোয়ালিটিফুল ফাস্ট বোলার উঠে আসছে। গত বিশ্বকাপে তাদের বিপক্ষে খেললাম তখনও দেখেছি। তাদের এখন ভালো ভালো পেসার আছে।”
কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটারদের বিশ্রামে রাখার বিষয়টি আলোচনায় রয়েছে। সে বিষয়ে পরশ বলেন, ”এখনও কাউকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে হ্যাঁ, এই ম্যাচ অন্যদের পরখ করে নেওয়ার একটা সুযোগ। যেহেতু আমরা ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছি। বাকি খেলোয়াড়দের একটা ম্যাচ খেলার সুযোগ দেওয়ার সময় এসেছে। তাই অবশ্যই বিশ্রামের ব্যাপারটা খোলা আছে। আমরা তো ফাইনালে উঠেই গেছি। দেখা যাক কাল কি হয়। আমরা দলের প্রয়োজন অনুযায়ীই সব করব।”
এশিয়া কাপে অভিজ্ঞ ভোলার মোহাম্মদ সামিকে বসিয়ে রেখেছেন ভারতীয় ম্যানেজমেন্ট। কেন সামিকে দলের বাহিরে রাখা হয়েছে এমন প্রশ্ন করার পর ভারতীয় বোলিং কোচ বলেন, “শামির মতো কাউকে বসানো মোটেই সহজ নয়। ওর যা অভিজ্ঞতা এবং পারফরম্যান্স এবং দেশের হয়ে যা করেছে তার সঙ্গে কিছুরই তুলনা হয় না। তাই ওকে সরাসরি গিয়ে বসিয়ে দেওয়ার কথা বলা বেশ কঠিন। তবে আমাদের দলে স্বচ্ছ এবং পরিষ্কার আলাপ-আলোচনা হয়। ক্রিকেটারেরা আমাদের উপর আস্থা রাখে। কাউকে যদি বাদ দেওয়া হয় তা হলে সেই সিদ্ধান্তের কারণ ওই ক্রিকেটারের সামনে খুলে বলি। তাকে বোঝানোর চেষ্টা করি। ওরাও জানে যে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে সেটা দলের ভালর কথা ভেবেই হয়।”