• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফিফা ফ্রেন্ডলী ম্যাচে আফগানদের সঙ্গে ড্র করল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৭:৫৫ পিএম
ফিফা ফ্রেন্ডলী ম্যাচে আফগানদের সঙ্গে ড্র করল বাংলাদেশ
ম্যাচ শেষে দর্শক অভিনন্দনের জবাবে খেলোয়াড়েরা। ছবি : সংগৃহীত

একজন ভালো ফিনিশারের অভাব যেন মিটছে না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের দুইআর্ধে একাধিক সুযোগ পেয়েও গোল আদায় করে নিতে ব্যর্থ হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। রোববার (৩ সেপ্টেম্বর) কিংস অ্যারেনায় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে গোল সমতায়।

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। ফিফা র‌্যাঙ্কিংয়ে জামালদের তুলনায় ২২ ধাপ এগিয়ে ১৫৭তম অবস্থানে আফগানরা। ম্যাচে তাই দাপটটা তাদেরই বেশি থাকার কথা ছিল। কিন্তু শুরু থেকে আধিপত্য দেখিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। কেবল আফসোস একজন ভালো ফিনিশারের। ওয়ান অন ওয়ান পজিশন, ডি-বক্সের কাছ থেকে ফ্রি কিক কিংবা একাধিক কর্নারের সুযোগ পেয়েও গোল আদায় করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

২৩তম মিনিটের সুযোগ মিসের দুঃখে হয়তো পুড়বেন রাকিব হোসেন নিজেও। তার উদ্দেশে ডি-বক্সে আলতো পাস বাড়িয়ে দিয়েছিলেন শেখ মোরসালিন। বল দখলে নিলেও শট নিতে ব্যর্থ হন রাকিব। বক্সে গোলরক্ষক একাই ছিলেন, পাশ থেকে দৌড়ে এসে শুইয়ে পড়ে রাকিবকে ঠেকিয়ে দেন এক আফগান ডিফেন্ডার।

২৬তম মিনিটে উল্টো গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। ডি-বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের নেয়া জোরালো শট তারিক কাজী কর্নারের বিনিময়ে কোনো রকম ঠেকিয়ে দেন।

দুই মিনিট পর পাল্টা আক্রমণে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। রক্ষণ পুরোপুরি ফাঁকা ছিল। কিন্তু এ যাত্রায় ডি-বক্সে ছেড়ে অনেকটা ঝুঁকি নিয়ে বল ক্লিয়ার করেন আফগান গোলরক্ষক।

৪২ মিনিটে ডি-বক্সের কিছুটা বাইরে ডান কর্নার থেকে ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি জামাল ভূঁইয়ারা।

ছবি : সংগৃহীত

৪৩ মিনিটে প্রায় গোল আদায় করে নিয়েছিল আফগানিস্তান। ডি-বক্সের বাইরে থেকে ওমিদ পোপালজায়ের নেয়া জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন আনিসুর রহমান জিকো।

বিরতির আগে আরও একবার ডি-বক্সের কিছু বাইরে থেকে পাওয়া ফ্রি কিক থেকে গোল আদায় করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত হতাশ নিয়ে প্রথমার্ধ শেষ করে মাঠ ছাড়তে হয় জামালদের।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। ৫৬তম মিনিটে রাকিব বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন, ট্যাকলের শিকার হওয়ার আগে পাস বাড়িয়ে দেন মোরসালিনকে। গোলরক্ষককে একা পেয়েও বলটা মোরসালিন মারেন লক্ষ্যের অনেক বাইরে দিয়ে।

একই দৃশ্য দেখা গেল ১০ মিনিট পর পাওয়া সুযোগটাতেও। ফয়সাল ফাহিম বক্সের বাঁ দিক থেকে ক্রস বাড়িয়েছিলেন বক্সে থাকা রাকিবকে। বলটা তিনি আয়ত্বে নিলেও তার শট শেষমেশ ওই লক্ষ্যভ্রষ্টই হয়।

এরপর ছোটোখাটো অনেক সুযোগই এসেছে বাংলাদেশের পক্ষে। সেসবও কাজে লাগানো সম্ভব হয়নি। তাই গোলশূন্য ড্র হয় ম্যাচের নিয়তি।

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!