• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

নেপালকে হারিয়ে সেমিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৬:৪০ পিএম
নেপালকে হারিয়ে সেমিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের উইকেট পতনে বাংলাদেশের ফিল্ডারদের উল্লাস। ছবি: সংগৃহীত

টানা দুই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশের যুবারা ৫ উইকেটে নেপালকে হারিয়েছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ৪৫ রানে আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনা করে। ‍‍‍‍

‘বি‍‍’ গ্রুপের ম্যাচে নেপাল টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ ২৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করে। নেপালের ত্রিপাঠি ৪৩ ও মগর ২৯ রান করেন। বাংলাদেশের ফাহাদ, ইকবাল ও রিজান ২টি করে উইকেট পান। 

বাংলাদেশের ইনিংসে জাওয়াদ আবরার ৫৯ এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিম অপরাজিত ৫২ রান করেন। তামিম প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন। ‍‍এই গ্রুপ থেকে শ্রীলঙ্কাও সেমিফাইনালে উঠেছে। তবে কারা গ্রুপ সেরা হবে তা জানা যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের পর। ‍‍

‘এ‍‍’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও জাপান। এই গ্রুপ থেকে এখনো কোনো দলের সেমিফাইনাল নিশ্চিত হয়নি।

Link copied!