• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

স্বাগতিক শ্রীলঙ্কাকে সহজেই হারাল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৬:৪০ পিএম
স্বাগতিক শ্রীলঙ্কাকে সহজেই হারাল বাংলাদেশ
শ্রীলঙ্কার উইকেট পতনে বাংলাদেশ দলের উল্লাস । ছবি : সংগৃহীত

স্বাগতিক শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও তেমন শঙ্কা ছিল। বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে টস হয়নি। শেষ পর্যন্ত ৫০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। আর তাতে স্বাগতিক লঙ্কান দলকে হারাল বাংলাদেশ ‘এ’ দল।

মঙ্গলবার কলম্বোর থ্রুস্টানে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রানের পুঁজি গড়েছিল স্বাগতিক নারীরা। জবাবে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইয়াং টাইগ্রেসরা।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৭ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে লঙ্কানদের। রানআউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার আমাধী উইজেসিংহে। এরপর দলীয় ৩০ রানের আগেই আরও দুই উইকেট হারিয়ে বিপদ বাড়ে স্বাগতিকরা।

চতুর্থ উইকেটে পিউমি ওয়াথশালা ও সত্য সন্দীপনির ৬১ বলে ৪৬ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়লেও বেশিদূর এগোনো যায়নি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১১৩ রানে থামে লঙ্কানদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেন সত্য সন্দীপনি। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!