• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, রনি-মৃত্যুঞ্জয়ের অভিষেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০৩:৩৯ পিএম
আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, রনি-মৃত্যুঞ্জয়ের অভিষেক

বাংলাদেশ ও আয়ারল্যান্ড তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে আজ। বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে আইরিশদের সামনে সুযোগ সিরিজ ড্র করার। ম্যাচটি ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ সময় বিকেল ৩:৪৫ মিনিটে শুরু হবে। ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে আয়ারল্যান্ড।

এই ম্যাচে বাংলাদেশ দলে তিন পরিবর্তন। সাকিব আল হাসান চোটের কারণে বাইরে। এছাড়া, শরিফুল ইসলাম এবং তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং মোস্তাফিজুর রহমান। রনি ও মৃত্যুঞ্জয়ের এই ম্যাচের মাধ্যমে ওয়ানডে সংস্করণে অভিষেক হলো।

অন্যদিকে, আয়ারল্যান্ড দলে এক পরিবর্তন। গ্রাহাম হিউমের পরিবর্তে ক্রেইগ ইয়াং একাদশে ঢুকেছেন।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ

স্টিফেন ডোহেনি, পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়ং ও জোশ লিটল।


 

Link copied!