• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মেসির হাতেই ব্যালন ডি’অর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৯:০৬ এএম
মেসির হাতেই ব্যালন ডি’অর
লিওনেল মেসি

অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রোববার (৩০ অক্টোবর) রাতে প্যারিসের তিয়াটর দু শাতলে ঘোষণা করা হয় ফুটবলের সম্মানজনক এ পুরস্কার। মেসির অষ্টম ব্যালন ডি’অর জেতার ঘোষণা দেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম।

এবারের ব্যালন ডি’অর মেসির হাতেই উঠছে, এটা একরকম নিশ্চিতই ছিল। ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো এ নিয়ে আগেই ধারণা দিয়েছিল। গতকাল রাতে সেই ধারণাই সত্যি হলো। ব্যালন ডি’অর ২০২৩ জেতার দৌড়ে মেসি এবার পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।

বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্প্যানিশ বিশ্বকাপজয়ী নারী ফুটবলার আইতানা বোনামাতি

আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবার সঙ্গে পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন ফরাসি সাংবাদিক ও উপস্থাপক স্যান্ডি হেরিবার্ট। ছিলেন টেনিস মহাতারকা নোভাক জোকোভিচও।

সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা ‍জুড বেলিংহাম। বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্প্যানিশ বিশ্বকাপজয়ী নারী ফুটবলার আইতানা বোনামাতি।

বর্ষসেরা পুরুষ খেলোয়াড় : লিওনেল মেসি
বর্ষসেরা নারী খেলোয়াড় : আইতানা বোনামাতি
বর্ষসেরা ক্লাব (পুরুষ) : ম্যানচেস্টার সিটি
বর্ষসেরা ক্লাব (নারী) : বার্সেলোনা
লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক) : এমিলিয়ানো মার্তিনেজ
জার্ড ‍মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার) : আর্লিং হলান্ড
সক্রেটিস অ্যাওয়ার্ড (দাতব্য কাজে সম্পৃক্ততা) : ভিনিসিয়ুস জুনিয়র
কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়) : জুড বেলিংহাম

খেলা বিভাগের আরো খবর

Link copied!