অস্ট্রেলিয়া সফরে নারী ‘এ’ দলের ক্রিকেট সিরিজের শুরুতেই বেশ ভালো খেলা উপহার দিয়েছে ভারত। যদিও অল্পের জন্য প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের মুখ দেখতে হয় ভারতীয় দলকে। মাত্র ৫ রানে জিতেছে অজি নারীরা।
বুধবার ব্রিসবেনে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে দুই দল। টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ১৬৩ রান করে। হাফ-সেঞ্চুরি করেন ওপেনার তালিয়া উইলসন। তিনি ৩৪ বলে ৫০ রান করেন। মারেন ৭টি চার। অপর ওপেনার কেটি ম্যাক করেন ৩৯ রান ৩১ বলে ৪টি চারে। ১৩ বলে ১৬ রান করেন চার্লি নট। ১৬ বলে অপরাজিত ২৫ রান করেন নিকোল ফলটাম। ১৬ বলে অপরাজিত ২৩ রান করেন ম্যাডি ডার্ক।
ভারতের হয়ে ৩৩ রানে ৩টি উইকেট নেন সাইকা ইশাক। ২৭ রান খরচ করে ২টি উইকেট নেন সায়লি সাতঘরে।
জবাবে ব্যাটে নেমে ভারতও দেড়শো রানের গণ্ডি টপকে যায়। তবে তীরে এসে তরী ডোবে ভারতের নারী দলের। ভারত ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রানে আটকে যায়।
৫৯ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দুর্ভাগ্যজনক রানআউট হন ভারতের ওপেনার প্রিয়া পুনিয়া। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন। ২০ বলে ২২ রান করেন তনুজা কানওয়ার। ৯ বলে ১২ রান করেন কিরণ নভগির। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১০ রান করেন শ্বেতা শেরাওয়াত। ২টি বাউন্ডারিতে ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন সায়লি।
অস্ট্রেলিয়ার হয়ে ৩০ রানে ২টি উইকেট নেন ব্রাউন। ১টি উইকেট নেন সোফি ডে।