• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

কোচিং পেশার জন্য প্রস্তুত হচ্ছেন আশরাফুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৩, ১২:২৫ পিএম
কোচিং পেশার জন্য প্রস্তুত হচ্ছেন আশরাফুল

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশ ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন সম্ভাবনাময় খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা কাটলেও পরে আর জাতীয় দলে সুযোগ মেলেনি তার। ঘরোয়া ফুটবল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এবার খেলোয়াড়ি জীবন ইস্তফা দিয়ে কোচিং পেশায় ঢুকবেন এই সাবেক জাতীয় দলের তারকা।

ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন আশরাফুল। মোহামেডানের হয়ে খেলছেন তিনি। ক্রিকেটার জানিয়েছিলেন মোহামেডানের হয়ে লিগের ম্যাচ শেষ করেই কোচিং পেশায় ঢুকবেন তিনি। তবে এবার লিগে ম্যাচ খেলতে পারেননি তিনি। ফলে আপাতত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

তবে এখনই কোচিং পেশায় না ঢুকলেও সব প্রস্তুতি সম্পন্ন করতে রাখছেন আশরাফুল। এ মাসেই আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে লেভেল থ্রি কোচেস কোর্সে অংশ নেবেন ক্রিকেটার। এর আগে ইংল্যান্ডে লেভেল টু সম্পন্ন করেছেন।

আশরাফুল বলেন, "আমি কোচিং শুরু করার আগে প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এর আগে ইংল্যান্ডে লেভেল টু শেষ করেছি। এবার করব লেভেল থ্রি। এই কোর্স হবে আবু ধাবিতে। ২৭ থেকে ৩১ মে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে হবে কোর্সটি।"

এই কোর্স শেষ করে ইংল্যান্ড স্থানীয় লিগ খেলবেন আশরাফুল। এরপর দেশে ফিরে আবার জাতীয় লিগ খেলবেন।

Link copied!