• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

মেসি ছন্দে থাকলে আর্জেন্টিনাকে হারানো অসম্ভব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১০:৫২ পিএম
মেসি ছন্দে থাকলে আর্জেন্টিনাকে হারানো অসম্ভব
ছবি: গেটি ইমেজস

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। পাঁচ ম্যাচে চার গোল আর তিন ম্যান সেরা পুরষ্কারে আর্জেন্টিনাকে নিয়ে উড়ছেন এই ফুটবল যাদুকর। মেসি ছন্দে থাকলে আর্জেন্টিনাকে হারানো অসম্ভব বলে মনে করেন ক্রোয়েশিয়ার সাবেক ফুটবলার রবার্ট প্রসিনেচকি।

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফানালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। তার আগে মেসিকে নিয়ে নিজের দেশকে সতর্ক করে দিলেন রবার্ট।

রবার্ট  বলেন,  “মেসি যদি সেরা ছন্দে থাকে তাহলে (আর্জেন্টিনাকে হারানো) অসম্ভব হবে। তবে ইতিমধ্যে আমরা মাঠে মেসির উপস্থিতিতে আর্জেন্টিনাকে হারিয়েছি। আমরা মনে করি, বিশ্বকাপ জয়ের জন্য অনেক চাপ আছে মেসির ওপর।”

এই ম্যাচে আর্জেন্টিনাকে ফেভারিট বললেও ক্রোয়েশিয়াকে নিয়ে আগেভাগে কিছু বলা ঠিক হবে না বলে মনে করেন রবার্ট। তিনি আশা করছেন, খুব উপভোগ্য একটি ম্যাচ হতে যাচ্ছে এটি।

“আর্জেন্টিনা ফেভারিট। তবে ক্রোয়েশিয়াকে নিয়ে আগে থেকে কিছু বলা যাবে না। খুব উপভোগ্য একটা ম্যাচ হবে। আমরা জানি, আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন হয়নি। আমরা এটাও জানি, বিশ্বকাপে এটিই হতে পারে মেসির শেষ ম্যাচ” যোগ করেন রবার্ট।

Link copied!