ব্রাজিলিয়ান ফুটবলা দানি আলভেসের বিপক্ষে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আলভেস অবশ্য ইতিমধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
স্প্যানিশ শহর বার্সেলোনার একটি আদালতের বিবৃতিতে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বরে স্পেনের একটি নাইট ক্লাবে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ করেছেন এক স্প্যানিশ নারী।
স্প্যানিশ একাধিম গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের একটি নাইট ক্লাবের ওই নারী বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন। সেখানে আলভেস বিনা অনুমতিতে ওই নারীর স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন।
এরকম গুরুত্বর অভিযোগ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরো বিষয়টি অস্বীকার করেছেন আলভেস। সেখানেই কাউকে হয়রানি করেননি বলে দাবি তার।
আলভেস বলেন, “আমি নাচছিলাম এবং কাউকে কোনোভাবে আক্রমণ না করেই ভালো সময় কাটাচ্ছিলাম। আমি জানি না ওই নারী কে…আমি কিভাবে একজন নারীর সঙ্গে এটা করব? না।”