• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

বাংলাদেশ সিরিজের আগে আফ্রিদির কোন শাস্তি নয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৫:০৩ পিএম
বাংলাদেশ সিরিজের আগে আফ্রিদির কোন শাস্তি নয়
শাহিন শাহ আফ্রিদি। ছবি: সংগৃহীত

সামনে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে। সেখানে সফরকারী বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এই টেস্ট সিরিজের আগে শাহিন শাহ আফ্রিদিকে কোনরূপ শাস্তি দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে দলের মধ্যে শৃঙ্খলা বিরোধী কাজ করেছেন আফ্রিদি। এমনটি অভিযোগ রয়েছে। পাকিস্তান বিশ্বকাপের সুপার এইটে উঠতে পারেনি। এমনকি তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষেও পরাজিত হয়। বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরকালেও শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

এসব নিয়ে    দলের কেচ গ্যারি কারস্টেন ও টেস্ট কোচ জেসন গিলেস্পির সঙ্গে টিম ম্যানেজমেন্ট বৈঠক করে। সেখানেই বিষয়টি চূড়ান্ত হয় যে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

Link copied!