• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আফগানদের সিরিজ জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৭:৫৯ এএম
শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আফগানদের সিরিজ জয়
ট্রফি নিয়ে উল্লসিত আফগানিস্তান দল। ছবি: সংগৃহীত

হাড্ডা লড়াইয়ে ৫ উইকেটে বাংলাদেশকে পরাজিত করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান দল। 

সোমবার রাতে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের ৮ উইকেটে ২৪৪ রানের জবাবে আফগানরা ৪৮.২ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান করে। 

আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ১০১ এবং আজমতউল্লাহ ওমরজাই অপরাজিত ৭০ রান করেন। বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ ৯৮ ও মেহেদি হাসান মিরাজ ৬৬ রান করেন। আফগানিস্তানের ওমরজাই ৪টি উইকেট লাভ করেন। অলরাউন্ডিং নৈপূন্য দেখিয়ে ম্যাচসেরাও হন ওমরজাই। বাংলাদেশের নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান ২টি করে উইকেট পান। 

এর আগে,  আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে ৯২ রানের হারের প্রতিশোধ বাংলাদেশ  দ্বিতীয় ম্যাচে নেয় ৬৮ রানের জয় দিয়ে। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়।   

এ পর্যন্ত ১৯ বার দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ১১ বার এবং আফগানিস্তা ৮ বার জিতেছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!