• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

শরিফুলের আঘাতে বিপদে আফগানিস্তান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৩:১৯ পিএম
শরিফুলের আঘাতে বিপদে আফগানিস্তান

শরিফুলের আঘাতে শুরুতেই এলোমেলো আফগানিস্তান শিবির। ওয়ানডেতে ঘরের মাঠে সিরিজ হারের স্মৃতি ভুলতেই বসেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে দুর্লভ সেই স্বাদ পাবার পর হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন শরীফুল ইসলাম। পাঁচ ওভারে আট রানে তিন উইকেট নিয়ে বিপাকে ফেলেছেন আফগান ব্যাটারদের।

শরিফুলের জোড়া আঘাতে শুরুতে এলোমেলো হওয়া আফগানিস্তান শিবিরে তাসকিন আহমেদ নিজের কারিশমা দেখালেন। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদেরকে চাপে রাখলেও প্রথম দুই ওভারে উইকেট পাননি। তৃতীয় ওভারে মিলে যায় কাঙ্খিত সাফল‌্য। আফগানিস্তানের দ্বিতীয় ম‌্যাচের নায়ক রহমানউল্লাহ গুরবাজকে ড্রেসিংরুমের পথ দেখালেন ডানহাতি পেসার। তাসকিনের শর্ট বল জায়গায় দাঁড়িয়ে পুল করতে গিয়েছিলেন গুরবাজ। বল ছিল তার কাঁধেরও ওপরে। ঠিকঠাক টাইমিং মিলাতে পারেননি। বল হাওয়ায় ভেসে যায় মুশফিকের গ্লাভসে। ২২ বলে ৬ রানে গুরবাজের ইনিংসটি থেমে যায় সেখানেই।  

উদযাপনের রেশ কাটতে না কাটতেই শরিফুল নিজের তৃতীয় উইকেট নিয়ে নেন পঞ্চম ওভার করতে এসেছে। এবার তার শিকার অভিজ্ঞ আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি। বাঁহাতি পেসারের ভেতরে ঢোকানো বল এলবিডব্লিউ হয়ে নবি ফিরেছেন ড্রেসিংরুমে। রিভিউ নিয়েছিলেন আফগান তারকা। কিন্তু চ‌্যালেঞ্জে হেরে ১ রানে থেমে যান।

আগের ম্যাচে উদ্বোধনী জুটিতে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান করেছিল আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দুই ওপেনার তাদের নিজ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিলেন। তবে আজ ইনিংসের শুরুতেই আফগান শিবিরে জোড়া আঘাত হেনেছেন একাদশে ফেরা পেসার শরীফুল ইসলাম।

শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান ১৪ ওভারে ৪ উইকেটে ২৬ রান সংগ্রহ করেছে।

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস হেরেছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ একাদশে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাঁটুর চোটে পড়া পেসার এবাদত হোসেন একাদশে নেই। এছাড়া বাদ পড়েছেন হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। তাদের বদলে দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ :-লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

 

Link copied!