• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সূচিতে আবারও পরিবর্তন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০৭:০৬ পিএম
বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপের সূচিতে আবারও পরিবর্তন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সূচি নিয়ে জটিলতা যেন কাটছেই না। স্বাগতিক ভারতের ধর্মীয় অনুষ্ঠানের ফলে আগেই পরিবর্তন এসেছে ভারত-পাকিস্তানের মধ্যকার সূচিতে। এবার আরও আট ম্যাচসহ মোট নয়টি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। পরিবর্তন এসেছে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতেও।

আইসিসির পূর্বের সূচি অনুযায়ী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর রোববার আহমেদাবাদে হওয়ার কথা ছিল। তা একদিন এগিয়ে ১৪ অক্টোবর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে ভেন্যুতে পরিবর্তন আসবে না।

ছবি: সংগৃহীত

এদিকে বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচিতেও পরিবর্তন এনেছে আইসিসি। পরিবর্তিত সূচি অনুযায়ী ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির দিন তারিখ অপরিবর্তিত থাকলেও বদলে গেছে সময়। আগের সূচি অনুযায়ী এই ম্যাচটি দিবারাত্রির হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী যা সকাল ১১টা।

নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ১৪ অক্টোবর খেলার কথা বাংলাদেশের। কিন্তু নতুন সূচি অনুযায়ী একদিন আগেই মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

পরিবর্তন হয়েছে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচের সূচিতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটি ১২ নভেম্বর হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী হবে ১১ নভেম্বর। তবে ভেন্যু আগের মতো পুনেতেই থাকছে।

পরিবর্তন এসেছে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচটিতে। ১৪ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এছাড়া হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ১২ অক্টোবরের ম্যাচটি ১০ অক্টোবর এবং লখনউতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটি ১৩ অক্টোবরের পরিবর্তে ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপের ১৩তম আসর আগামী ৫ অক্টোবর শুরু হবে।

Link copied!