বিশ্বের ৭৪ নম্বর খেলোয়াড় নেদারল্যান্ডসের বোটিক ফন ডে জান্ডসচুলপ ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ও ২০২২ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজকে পরাজিত করেন। ফলে শুরুর দিকেই বিদায় নেন ২২ বছর বয়সী আলকারাজ।
এরপর অলিম্পিকে অংশ নিয়ে রৌপ্য পদক জেতেন তিনি। এই বড় দুই ইভেন্টের মাঝে সময় ছিল হাতে গনা কয়েকদিন। এই যে সামান্য বিরতি, তাতে শরীরের ধকল কমে না। আর এইসব নিয়ে এবার আক্ষেপ করলেন আলকারাজ।
লেভার কাপে এক ম্যাচ জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্প্যানিশ তারকা আলকারাজ বলেন, ‘ওরা আমাদের মেরে ফেলবে। এভাবে টানা খেলা যায় না। কখনো কখনো আমি চরমভাবে হতাশ হয়ে যাই। মাঝেমধ্যে খেলতেই ইচ্ছে করে না। ইউএস ওপেন ও অলিম্পিকের মাঝখানে আমি দুই তিনদিন বিশ্রাম নেই। তারপরই টেনিস কোর্টে নেমে পড়ি। টেনিস খেলার প্রতি আমার আকর্ষণ আগের মতো নেই।’
জার্মানির টেনিস তারকা আলেক্সান্ডার জেরেভও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘টানা ম্যাচ খেলতে গিয়ে অনেক খেলোয়াড়কে ইনজুরিতে পড়েন, দীর্ঘদিন টেনিসের বাইরে থাকতে হয়। আবার নিয়মিত না খেললে জরিমানা গুনতে হয়।’







































