ইংল্যান্ডের জয়, জার্মানীর ড্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০৫:৪৯ পিএম
ইংল্যান্ডের জয়, জার্মানীর ড্র
শেষ মুহূর্তে নেমেও গোল করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছবি : সংগৃহীত

মাঝে দশ দিন। এরপরই মাঠে গড়াবে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে শেষবারের মতো আলাদা আলাদা প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল শক্তিশালী ও ফেভারিট দুই দল ইংল্যান্ড আর জার্মানি। ইংল্যান্ড বসনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিলেও ইউক্রেনের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জার্মানিকে।

ঘরের মাঠে ইংলিশ কোচ গ্যারেথ সাউদগেট অনেকটা দ্বিতীয় সারির দল নামান। এরপরেও চেলসি তারকা কোল পালমার জাদুতে দলটি জয় পায়।

প্রথমার্ধে ইংল্যান্ড ও বসনিয়ার কোন খেলোয়াড়ই গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধে বসনিয়ার রক্ষণদুর্গ ভাঙেন কোল পালমার। চলতি প্রিমিয়ার লিগের বর্ষসেরা তরুণ ফুটবলার পেনাল্টি থেকে গোল করে ইংলিশদের এগিয়ে দেন।

ম্যাচের অন্তিম মুহূর্তে ৮৫ মিনিটে আলেক্সান্ডার আর্নল্ড ব্যবধান বাড়ান। শেষে দিকে বদলি হিসেবে মাঠে নেমে হ্যারি কেইন দলের বড় জয় নিশ্চিত করেন।

ইংলিশদের মতো সুখকর ছিল না জার্মানির ইউক্রেন বাঁধা টপকানো। ঘরের মাঠে ইউক্রেনের বিপক্ষে মুহুর্মুহু আক্রমণ করলেও গোল পাননি সানেরা। এদিন পূর্ণ অধিনায়ক হিসেবে জার্মানদের হয়ে খেলতে নামেন ইলকায় গুন্দোগান।

আগামী ১৫ জুন ইউরো ২০২৪ এর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে জার্মানি।

 

Link copied!