আইপিএলে রোববার দিনের প্রথম ম্যাচে মাত্র ১ রানের নাটকীয় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে।
ইডেন গার্ডেন্সে টসে জিতে স্বাগতিক কলকাতাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু। কলকাতার ৬ উইকেটে ২২২ রান করে। জবাবে বেঙ্গালুরু ২০ ওভারে সব উইকেট হারিয়ে ২২১ রান করে।
২২৩ রানের টার্গেটে ব্যাট করে বেঙ্গালুরুর পক্ষে উইল জ্যাক ৩২ বলে ৫৫, রজত পাতিদার ২৩ বলে ৫২ রান করলেও শেষটা ভালো হয়নি তাদের। শেষ দিকে দীনেশ কার্তিক ১৭ বলে ২৫ রান করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।
কলকাতার আন্দ্রে রাসেল ৩টি এবং হার্শিত রানা ও সুনীল নারিন ২টি করে উইকেট পান।
এরআগে, কলকাতা দলের ইনিংসে শ্রেইস আয়ার ৩৬ বলে ৫০, ফিল সল্ট ১৪ বলে ৪৮, আন্দ্রে রাসেল ২০ বলে অপরাজিত ২৭, রমনদ্বীপ ৯ বলে ২৪ এবং রিংকু সিং ১৬ বলে ২৪ রান করেন।
বেঙ্গালুরুর বোলারদের মধ্যে ইয়াস ডায়াল ও ক্যমেরুন গ্রিন ২টি করে উইকেট লাভ করেন।
কলকাতা ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের (১০ পয়েন্ট) সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজস্থান রয়্যালস ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।





































