নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন। ফলে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। আইপিএলে সেটা কাজে লাগতে পারে। তাই ১৪ কোটি রুপি দিয়ে মিচেলকে এবার নিলাম থেকে কিনেছে চেন্নাই সুপার কিংস।
এবারের আইপিএল নিলামে নিজের দাম ১৪ কোটি ওঠায় উচ্ছ্বসিত মিচেল। নিলামের পর দিন বুধবার নিউজিল্যান্ডে ফিরে সাংবাদিকদের বলেন, ‘প্যাডেলগুলি উপরে উঠতে দেখে আমার হার্ট একটু একটু করে পাম্প করতে শুরু করে। আগে একটি নিলামের মধ্যে দিয়ে গিয়েছি এবং অবিক্রিত হয়ে গিয়েছি। তবে এই অভিজ্ঞতাটির জন্য মঙ্গলবার একটি বিশেষ রাত ছিল এবং এখন স্পষ্টতই চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অংশ হতে পেরে খুব ভালো লাগছে।’
মিচেল আরও বলেছেন, ‘আজ আমার বড় মেয়ের পাঁচ বছরের জন্মদিন। তাই আমি ওকে ঘুম থেকে ওঠানোর জন্য একটি সুন্দর উপহার কিনে দেওয়ার সুযোগ পেয়েছি। এমন নয় যে, ও বুঝতে পারছে কী ঘটছে। কিন্তু হ্যাঁ, এই ধরণের পরিস্থিতির পুরো বিষয়টিই, আমাদের পরিবারকে অনেক উপায়ে সেট করতে সাহায্য করবে। আমার দুই মেয়ে বড় হচ্ছে। ওরা হয়তো একদিন এই বিষয়গুলি উপভোগ করবে। এবং সেটা আমার জন্য করবে। সেটা হলে, খুব ভালো হবে। ওদের জন্যই তো এত সবটা করা।’
মিচেল জানিয়েছেন, নিলামের পর সিএসকে’র প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং তাকে ফোন করেন। মিচেল বলেছেন, ‘সব কিছু শেষ হওয়ার পর চেন্নাই আমার সঙ্গে যোগাযোগ করে। নিজেকে চেন্নাই সুপার কিংসের অংশ বলে মনে হয়। আমি এতটা ভাগ্যবান কিনা, সেটা নিজেকে চিমটি কেটে দেখেছি। এটি সবই খুব দ্রুত ঘটে। এই দলে যোগ দেওয়ার অপেক্ষা করছি।’
নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে ২০টি টেস্ট, ৩৯টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলা মিচেল ২০২২ সালে রাজস্থান রয়্যালসে খেলেছেন।






































