ওয়ানডে বিশ্বকাপের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ২০২১ সালে জিতেছে টি-টোয়েন্টির শিরোপাও। তার আগে দুইবার চ্যাম্পিয়নস ট্রফিও ঘরে তুলেছে দলটি। অধরা ছিল কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট। ওভালে ভারতকে হারিয়ে সেই ট্রফিও ছুঁয়ে ফেলল অস্ট্রেলিয়া।
রোববার (১১ জুন) ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন অজিরা।
এই ট্রফি জয়ে ‘ষোলকলা’ পূর্ণ করল কামিন্সের দল। আইসিসির সব শিরোপাই নিজেদের ঘরে তুলল অজিরা। ওয়ানডে, টি-টোয়েন্টি, চ্যাম্পিয়নস ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপ সব ট্রফির মালিক এখন হলুদ জার্সিধারীরা।
১৯৮৭ সালে প্রথমবার জেতে ওয়ানডে বিশ্বকাপ। এরপর আরও আটটি শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



































