শুরু হয়েছে ফিফা দি বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ফ্রান্সের শহর প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলেকে স্মরণ করেছেন ফিফা সভাপতি জিয়ানলুইজি ইনফান্তিনো।
নিজের বক্তব্যে ফিফা সভাপতি পেলেকে ফুটবল হিসেবে আখ্যা দেন। ফুটবলের রাজাকে এই মঞ্চে মিস করছেন বলেও জানান তিনি।
জিয়ানলুইজি বলেন, "পেলের সম্পর্কে কি বলবো!...পেলে ফুটবল, পেলে আসলেই ফুটবল। আমরা তাকে হারিয়ে ফেলেছি, এখানে তাকে মিস করছি।"

এরপর পেলেকে নিয়ে বড় পর্দায় একটু প্রামাণ্যচিত্র দেখানো হয়। যেখানে পেলের ক্যারিয়ারের সব স্মরণীয় ঘটনা দেখানো হয়।
২০২২ সালের ২৯ ডিসেম্বর মারা যান পেলে। মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

এরপর ব্রাজিলের আরেক কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিওকে ডেকে নেওয়া হয় মঞ্চে। তিনিও পেলেকে স্মরণ করে আবেগী বক্তৃতা দেন। রোনালদোর বক্তৃতা শেষে ডেকে নেওয়া হয় পেলের স্ত্রীকে।
পেলের স্ত্রীর হাতে ফিফার দেওয়া বিশেষ সম্মাননা ট্রফি তুলে দেন রোনালদো। স্বামীর স্মরণে ফিফার দেওয়া সম্মাননা হাতে নিয়ে কিছুটা আবেগী হয়ে পড়েন পেলের স্ত্রী। তবে আবেগ সামলে ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































