• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্লাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:২২ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্লাব

ম্যানচেস্টার ইউনাইটেডকে ইংল্যান্ডের সবচেয়ে মূল্যবান ক্লাব হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পোর্টিকোর মতে, রেড ডেভিলদের মূল্য ৪.৮ বিলিয়ন যা দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে ১ বিলিয়ন বেশি।

লিভারপুলের পরে আছে ম্যানচেস্টার সিটি। এরপর আর্সেনাল এবং চেলসি শীর্ষ পাঁচে রয়েছে। মূলত ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট দেখানো ক্লাবগুলোই শীর্ষ ধনী ক্লাবের মধ্যে প্রথম সারিতে আছে।

রেড ডেভিলরা চ্যাম্পিয়নস লিগে ভালো পারফর্ম করার মাধ্যমে তাদের মূল্য আকাশচুম্বীই রাখার চেষ্টা করবে। এরিক টেন হ্যাগের অধীনে খারাপ মৌসুম শুরু হওয়া সত্ত্বেও তারা চতুর্থ স্থান দখল করে দুর্দান্ত ফর্মে আছে।

শীর্ষ ১০ ক্লাবের আনুমানিক মূল্য:
১    ম্যানচেস্টার ইউনাইটেড- ৪.৮ বিলিয়ন
২    লিভারপুল- ৩.৮ বিলিয়ন
৩    ম্যানচেস্টার সিটি- ৩.৫ বিলিয়ন
৪    আর্সেনাল- ২.৯ বিলিয়ন
৫    চেলসি- ২.৮ বিলিয়ন
৬    টটেনহ্যাম- ২.৬ বিলিয়ন
৭    ওয়েস্ট হ্যাম- ৫৩৯ মিলিয়ন
৮    এভারটন- ৪৮৬ মিলিয়ন
৯    লেস্টার সিটি- ৪৪২ মিলিয়ন
১০    নিউক্যাসল- ৩৫৬ মিলিয়ন

 

 

Link copied!