• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

পেলের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু, শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ১০:১৩ এএম
পেলের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু, শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল

পেলের মৃত্যুর চারদিন পর তার অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে সোমবার। আগেই নির্ধারিত সোমবার সকালে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলেকে বহনকারী কফিন তার নিজ শর সান্তোসে পৌঁছায়। সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে ব্রাজিল কিংবদন্তির কফিনে শেষ শ্রদ্ধা জানাতে শুরু করেন তার ভক্তরা ।

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার মারা গেছেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। তার বয়স হয়েছিল ৮২ বছর।

পেলের কফিনটি সান্তোসের মাঠের মাঝের অস্থায়ী মঞ্চে রাখা হয়েছিল যেখানে তিনি তার ক্যারিয়ারের সেরা কয়েকটি গোল করেছিলেন। সাও পাওলোর বাইরে ১৬ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে তার কাসকেটের পাশ দিয়ে হেঁটে শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছিল। মঙ্গলবার মাত্র ৬০০ মিটার দূরে একটি কবরস্থানের ৯ তলায় তাকে সমাহিত করা হবে।

পেলের শেষ ইচ্ছা ছিল, তার প্রিয় শহর সান্তোসের একটি কবরস্থানের নবম তলা তার শেষ বিশ্রামের জন্য বেছে নেওয়া। এটি তার বাবার প্রতি বিশেষ শ্রদ্ধা। পেলের বাবা খেলোয়াড় থাকাকালীন সবসময় ৯ নম্বর শার্ট পরতেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সান্তোসের সাবেক সতীর্থরা পেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন। পেলেকে সমাহিত করার আগে তার কফিন  শহরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে।

 

Link copied!