নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। ওই ম্যাচের একাদশ নিয়েই সেমিফাইনালে মাঠে নেমেছে শ্রীলঙ্কা।
অন্যদিকে পাকিস্তান একাদশে এসেছে একটি পরিবর্তন। উইকেটরক্ষক সিধরা নাওয়াজের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার ন্যাশরা সান্ধু।
পাকিস্তান একাদশ
মুনিবা আলী, সিধরা আমিন, বিসমাহ মারুফ (অধিনায়ক), ওমাইমা সোহাইল, নিধা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ন্যাশরা সান্ধু, তুবা হাসান, সাদিয়া ইকবাল, আইমান আনওয়ার।
শ্রীলঙ্কা একাদশ
চামারি আতাপাত্তু (অধিনায়ক), হারিশঠা সামারাউইকরামা, হাসিনি পেরেরা, নিলকাশি ডি সিলভা, কাভিশা দিলহারি, আনুশকা সানজিওয়ানি, মালশা শেহানী, ওশাদি রানাসিঙ্গে, সুগানধিকা কুমারি, ইনোকা রানাউইয়ারা, আচিনি কুলাসুরিয়া।





































