দীর্ঘদিন ধরেই স্পেন নারী জাতীয় দলের কোচ জর্জ ভিলদার বিপক্ষে অভিযোগ জানাচ্ছিলো ফুটবলাররা। এরপরেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি স্পেন ফুটবল ফেডারেশন। এরই ধারাবাহিকতায় কোচকে অব্যাহতি না দিলে জাতীয় দল থেকে অবসর নেওয়ার হুমকি দিয়েছেন স্পেনের ১৫ নারী ফুটবলার। তাদের অবসরের হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির ফুটবল ফেডারেশন।
ফুটবলারদের এই আন্দোলনকে মোটেও ভালোভাবে নেয়নি স্পেন ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তারা জানিয়েছে, দেশের কোচ কে হবেন বা কোচের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই ফুটবলারদের। বরং, কোচ জর্জ ভিলদার দায়িত্ব চালিয়ে যাওয়াতে কোনো সমস্যা দেখছে না আরএফইএফ।
কোচ ভিলদাকে সরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলেও ফুটবলারদের সতর্ক করেছে আরএফইএফ। এই ধরনের আন্দোলনের জন্য ফুটবলারদের নিষিদ্ধ করতেও দ্বিধা করবে না। ফুটবলারদের দুই থেকে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে সরিয়ে দেওয়াও হতে পারে।
ফুটবলারদের এই আন্দোলনকে নৈতিকভাবে খারাপভাবে নিচ্ছে আরএফইএফ। তারা বিবৃতিতে জানিয়েছে, এই আন্দোলন বিশ্বমঞ্চে স্পেনের সম্মান নষ্ট করছে। কোচ নিয়ে চিন্তা না করে জাতীয় দলের ফুটবলারদের দেশের জার্সিতে কিভাবে ভালো করবে সেটা নিয়েই ভাবনাটা জরুরি।
ভিলদার বিরুদ্ধে ড্রেসিং রুমে পরিবেশ ঠিক রাখতে না পারা, দল নির্বাচনে অসন্তুষ্টি, ট্রেনিং সেশন ও ইনজুরি বিষয়ক অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠেছে। ফুটবলারদের আন্দোলনের পরও জর্জ ভিলদা টিকে গেলে হয়তো ভেঙে পড়তে পারে স্পেনের মূল দল।
কোন কোন ফুটবলার এই আন্দোলনের সাথে জড়িত তা এখনো নিশ্চিত করেনি স্পেন ফুটবল ফেডারেশন। তবে ব্যালন ডি’অর জয়ী অ্যালেক্সিয়া পুতেলাস নেই বলে নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
আরএফইএফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন লুইস রুবিয়ালেস। সিদ্ধান্ত গ্রহণে বেশ কঠোর হিসেবে পরিচিত এই ফুটবল প্রশাসক। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে স্পেন দলের হেড কোচের পদ থেকে হুয়ান লোপতেগুইকে সরিয়ে দিয়েছিলেন। ফেডারেশনকে না জানিয়ে রিয়াল মাদ্রিদের চুক্তি করায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
এদিকে আন্দোলনের মাধ্যমে স্পেন নারী দলের হেড কোচ সরানোর বিষয়টি নতুন নয়। এর আগে ২০১৫ সালে জর্জ ভিলদার পূর্বসূরি ইগনাসিও কুয়েরেদা ফুটবলারদের আন্দোলনের পদত্যাগে বাধ্য হয়েছিলেন। এরপরেই দায়িত্ব পান ৪১ বছর বয়সী ভিলদা। তার অধীনে ফেবারিট হয়েও ২০২২ নারী ইউরোতে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে স্পেন।





































