• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘বাংলাদেশের মানুষের এ শিরোপাটা প্রাপ্য’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ১২:৫৯ পিএম
‘বাংলাদেশের মানুষের এ শিরোপাটা প্রাপ্য’

২০১৬ সালে শিলিগুড়িতে ফাইনাল হেরে ভেঙেছিল বাংলাদেশের মেয়েদের দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার স্বপ্ন। ভারতের কাছে হারের সেই বদলা নিয়েছিল এবারের আসরের গ্রুপ পর্বেই। ফাইনালে নেপালের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে মাঠে ছাড়ে সাবিনা-সানজিদারা। ট্রফি হাতে তুলেই অধিনায়ক সাবিনা জানিয়েছেন, ট্রফিটা বাংলাদেশের মানুষের প্রাপ্য।

পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ নারী দল। অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ পুরো টুর্নামেন্টে হজম করেছে মাত্র একটি গোল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলা বাংলাদেশ দলের নিজেদের প্রমাণের মঞ্চ ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। বিষয়টি এমনই ছিল বলে মত অধিনায়ক সাবিনার।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের মেয়েরা যে ফুটবলে উন্নতি করেছে, সেটা এই টুর্নামেন্টে প্রমাণ করব।”

টুর্নামেন্ট জয়টা বাংলাদেশের সবার জন্যই প্রাপ্য ছিল বলেও মনে করেন এই স্ট্রাইকার। বলেন, “স্বপ্ন ছিল দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টটি নিজেদের ঘরে তুলব। সেটা ২০২২ সালে এসে করতে পেরেছি। বিশেষ করে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছি, বাংলাদেশের মানুষ নারী ফুটবলের প্রতি যে এত আস্থা নিয়ে বসে আছে...গতকাল পর্যন্তও পোস্ট দেখছিলাম আর মন খারাপ হচ্ছিল যে, আমরা এই মানুষগুলোর হাসি ধরে রাখতে পারব কি না।”

আরো বলেন, “শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার পর মনে হয়েছে বাংলাদেশের মানুষের এ শিরোপাটা প্রাপ্য, এটা তাদের জন্য।”

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা দুই পুরষ্কারই গিয়েছে বাংলাদেশ অধিনায়কের হাতে। ব্যক্তিগত অর্জন না, দলীয় অর্জনের কারণেই এই এবারের আসরকেই সেরা টুর্নামেন্ট ভাবছেন সাবিনা খাতুন।

তিনি বলেন, “প্রথমত, চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে। নিজের চেষ্টা ও পরিশ্রম মাঠে দিয়ে গেছি। সেটার ফল ফাইনালে পেলাম। এই টুর্নামেন্ট আমার ক্যারিয়ারের সেরা।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!