রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্থগিত হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ৭ম রাউন্ড। শেষকৃত্য অনুষ্ঠানের আগেই মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ। ৮ম রাউন্ডে মাঠে গড়াবে ৭ ম্যাচ। প্রত্যেক ম্যাচ শুরুর আগে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতি রাউন্ডে অনুষ্ঠিত হয় ১০ ম্যাচ। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানের কারণে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না চেলসি-লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড-লিডস ম্যাচ। তাই এই দুই ম্যাচ স্থগিত করা হয়েছে।
এছাড়াও ব্রাইটনে পূর্ব পরিকল্পিত রেল অবরোধের কারণে স্থগিত হয়েছে ব্রাইটন ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচ। তাই ৮ম রাউন্ডে মাঠে গড়াবে সাত ম্যাচ। এই ম্যাচগুলোর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানাবেন দলগুলো ও মাঠে উপস্থিত থাকা দর্শকরা।
ম্যাচ শুরুর আগে পুরো স্টেডিয়ামজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়াও বাজবে জাতীয় সঙ্গীত। সেখানে ‘গড সেভ দ্য কুইন’-এর বদলি হিসেবে বাজবে ‘গড সেভ দ্য কিং।’
এছাড়াও মাঠে থাকা সাইট স্ক্রীনে ভেসে উঠবে রানির প্রতিকৃতি। ছবির মাধ্যমেও শোক প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ম্যাচের ৭০তম মিনিটে শ্রদ্ধা জ্ঞাপণ করা হবে। রানির ৭০ বছরের রাজত্বের প্রতি সম্মান জানিয়ে এটি করা হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ৮ম রাউন্ড হবে আন্তর্জাতিক ম্যাচের বিরতির আগে শেষ ম্যাচ। এই রাউন্ডের পরই আন্তর্জাতিক ম্যাচে বিরতিতে যাবে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো।






































