• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছাদখোলা বাসে লঙ্কানদের শিরোপা উৎসব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ১১:৩৪ এএম
ছাদখোলা বাসে লঙ্কানদের শিরোপা উৎসব

শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি ও আর্থসামাজিক অবস্থা বেশ নাজুক। দেশটির মানুষ বেশ সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। দেশের এমন ভঙ্গুর পরিস্থিতিতে শান্তির বারতা নিয়ে এসেছে দেশটির ক্রিকেট দলের এশিয়া কাপ জয়। দেশের মানুষ তাদের টালমাটাল অবস্থা ভুলে ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছে আনন্দ উৎসবে।

১১ সেপ্টেম্বর দুবাইয়ের মাটিতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপ ষষ্ঠবারের মতো নিজেদের ঘরে তোলে কুশাল মেন্ডিসরা। দেশের জনগণ এই অর্জনে ক্রিকেটারদের সঙ্গে আনন্দে মেতে উঠেছে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোরে দেশে ফিরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ছিল উপচে পড়া ভিড়। জনগণকে আনন্দের সঙ্গে সম্পৃক্ত করতে ছাদ খোলা বাসে শিরোপা উদযাপন করে দাসুন শানাকারা।

বিমানবন্দর থেকে কলম্বোর ক্রিকেট বোর্ডের কার্যালয়ে ছাদ খোলা বাসেই যান ক্রিকেটাররা। এ সময় রাস্তার দুই পাশেই ছিল মানুষের ভিড়। তাদের সামনে শিরোপা উঁচিয়ে ধরেন ক্রিকেটাররা। এমনকি লোকজনের জার্সি, ব্যাট, পতাকায় অটোগ্রাফও দেন ভানুকা রাজাপক্ষেরা।

উল্লেখ্য, নেটবলের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা নারী দল। তারাও ছাদখোলা বাসে তাদের শিরোপা উদযাপন করে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!