• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে মধুর প্রতিশোধ বাবর আজমদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ১২:২৮ এএম
রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে মধুর প্রতিশোধ বাবর আজমদের

এশিয়া কাপের সুপার ফোরের রুদ্ধশ্বাস ম্যাচে ভারত বড় স্কোর করলেও তাদের বোলিং ছিল একেবারেই সাদামাটা। ফিল্ডিং ছিল বাজে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সহজ ক্যাচ মিস করেছেন ফিল্ডাররা। এতে  গ্রুপ পর্বের আগের ম্যাচে পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছে পাকিস্তান।

রোববার (৪ সেপ্টেম্বর) ভারতের দেওয়া ১৮১ রানের লক্ষ্য টপকে রিজওয়ান-নওয়াজদের তৈরি করা মঞ্চে পাকিস্তানকে ৫ উইকেটের দারুণ জয় এনে দেন খুশদিল-আসিফ।

দুবাইয়ে লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম ১৪ রান করে ফেরেন রবি বিষ্ণইয়ের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে। এরপর ফখর জামানকে ১৫ রানে ফেরান যুজবেন্দ্র চাহাল। পরপর দুই উইকেট পড়ার পর মোহাম্মদ নওয়াজকে নিয়ে বলতে গেলে জুয়া খেলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে রান তুলেন দ্রুত। মাত্র ২০ বলে ৪২ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ দিলেও দলকে এগিয়ে নেন ১৩৬ রান পর্যন্ত।

শুরুতে রিজওয়ান ধীরে রান তুললেও শেষের দিকে খেলেন হাত খুলে। ৫১ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন দলীয় ১৪৭ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে।

দলীয় ১৫২ রানের মাথায় বিষ্ণইয়ের বলে আসিফ আলী ক্যাচ তুলে দিলেও সহজ ক্যাচ ছেড়ে দেন অর্শদীপ। এখানেই ঘুরে যায় ম্যাচের মোড়। এরপর খুশদিল শাহ ও আসিফ মিলে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। অবশেষে এক বল হাতে রেখে জয় পায় পাকিস্তান।

এর আগে, নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেটে ১৮১ রান করে। ম্যাচে একমাত্র হাফ সেঞ্চুরি বিরাট কোহলির। তিনি ৪৪ বলে করেন ৬০ রান। রোহিত শর্মা ও কেএল রাহুল দুই জনেই ২৮ রান করেন। ঋষভ পান্ত  ১২ বলে করেন ১৪। কেএল রাহুল ২০ বলে দুই ছক্কা ও এক চারে ২৮ রানে আউট হয়েছেন। সূর্য কুমার প্যাভিলিয়নে ফিরবার আগে ১০ বলে ১৩ রান করে গিয়েছেন। এ ছাড়া আর কেওই উল্লেখ করার মতো রান পাননি।

পাকিস্তানের হয়ে ভালো বোলিং করেছেন দুই স্পিনার মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। বাঁ-হাতি স্পিনার নওয়াজ ৪ ওভারে ২৫ রানে নেন এক উইকেট। শাদাব ৪ ওভারে ৩১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। দুই পেসার হ্যারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন ৪ ওভারে ৩৮ করে রান দিয়ে নেন একটি করে উইকেট। নাসিম শাহ ১ উইকেট নিলেও চার ওভারে দেন ৪৫ রান।

ভারতের বিপক্ষে মহারণের ম্যাচে পাকিস্তান একাদশে এক পরিবর্তন আনে। পেসার শাহনেওয়াজ দাহানির জায়গায় খেলেন মোহাম্মদ হাসনাইন। ভারতের একাদশে এসেছে তিন পরিবর্তন। হার্ডিক পান্ডিয়া, ঋষভ পান্ত ও রবি বিষ্ণয় একাদশে ঢুকে।

ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্ডিক পান্ডিয়া, ঋষভ পান্ত, দিপক হুদা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, অর্শদ্বীপ সিং, রবি বিষ্ণয়।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদীল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

গ্রুপ পর্বের আগের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত।

খেলা বিভাগের আরো খবর

Link copied!