পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি। ফুটবলে তিনি আগের মত সময় দিতে পারছেনা বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। সাবেক ফুটবলার ও সংঘটক ছাড়াও সালাম মুর্শেদি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে পারেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো । অবশেষে সালাম মুর্শেদি নিজেই সিদ্ধান্তটা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে।
ব্যবসায়িক ও রাজনৈতিক কারণে ফুটবলে ততটা সময় দিতে পারছেন না, এ কারণেই তিনি ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সালাম মুর্শেদি বলেন, "ফুটবল আমার প্রথম অগ্রাধিকার। কিন্তু বাস্তবতার কারণেই আমি এখন ফুটবলে সময় দিতে পারছি না। এ জন্য আজ আমি সভাপতিকে (কাজী সালাউদ্দিন) জানিয়ে দিয়েছি যে পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই।"
দীর্ঘদিন একই পদে থাকায় তিনি ক্লান্তি বোধ করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুর্শেদি বলেন, "আমাকে দেখে কি ক্লান্ত মনে হয়? আমি ক্লান্ত নই। আপনি যখন কিছু উপভোগ করবেন তখন সেটায় অবশ্যই ভালো করবেন। ১৩ বছরে ১২টা লিগ শেষ করা কম কথা নয়। এর পুরো কৃতিত্ব ক্লাবগুলোর স্টেকহোল্ডারদের। তাদেরকে অনেক ধন্যবাদ।"
জাতীয় দলের সাবেক ফুটবলারের পাশাপাশি অন্য পরিচয়ও রয়েছে সালাম মুর্শেদীর। তিনি একজন সফল ব্যবসায়ী। বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক (বিজিএমই) সমিতির সাবেক সভাপতি। এ ছাড়া খুলনা–৪ আসনের সংসদ সদস্য সালাম মুর্শেদী।





































