• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

মেসির ভারত সফর, ১০০ কোটি টাকার বিতর্ক ও বিশৃঙ্খলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৪১ পিএম
মেসির ভারত সফর, ১০০ কোটি টাকার বিতর্ক ও বিশৃঙ্খলা

ভারত মেসি জ্বরে কাঁপছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি নয়াদিল্লি সফরের মাধ্যমে তিন দিনের ভারতীয় সফরের ইতি টানবেন। তবে কলকাতা স্টেডিয়ামে সফরের শুরুতেই বিশৃঙ্খলা এবং বিতর্কের ছাপ পড়েছে।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসি মাঠে প্রবেশের সময় বিশাল ভিড় ও অপ্রত্যাশিত হট্টগোল দেখা দেয়। জনতা গ্যালারি ভেঙে মাঠে ঢোকে, চেয়ার ও কার্পেট মাঠে ফেলা হয়। এমন পরিস্থিতিতে মেসি নিরাপত্তার কারণে ২২ মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করেন। ভিআইপিদের নিরাপত্তা চক্রান্তের পাশাপাশি সাধারণ দর্শকরা হতাশা প্রকাশ করেন, কারণ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে তারা তাকে দেখতে পাননি।

এদিকে, বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং অভিযোগ তুলেছেন, মেসি সফর ব্যবস্থাপনায় প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষকে ১০-২০ টাকার পানির বোতল ১৫০-২০০ টাকায় বিক্রি করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। অর্জুন সিং দাবি করেছেন, বিষয়টি ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা (ইডি) তদন্ত করা উচিত।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি মেসি থেকে ক্ষমা চেয়েছেন, যাতে ঘটনার দায়ভার কমানো যায়।

কলকাতার এই ঘটনা মেসির ভারত সফরের জন্য এক বিতর্কিত সূচনা হিসেবে দেখা হচ্ছে। তবে দর্শকরা এবং ভিআইপিদের মধ্যে বিভাজনের কারণে পুরো অনুষ্ঠানকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।

Link copied!