বাংলাদেশ দলের ম্যাচ বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৪৫ পিএম
বাংলাদেশ দলের ম্যাচ বাতিল
ছবি : সংগৃহীত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে সোমবার রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমেছে নেপালের জেন জিরা। দেশটির পার্লামেন্টে আগুন দিয়েছেন প্রতিবাদকারীরা। পাল্টা ব্যবস্থা হিসেবে কারফিউ জারি করেছে সরকার, দেখামাত্র গুলির নির্দেশনা দিয়ে সেনাবাহিনী নামানো হয়েছে। এরই মধ্যে প্রাণ গেছে অন্তত ১৬ জনের।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ আয়োজন তো আর সম্ভব নয়। বিকেলে কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশ দলের মাঠের অনুশীলন বাতিল হয়, পরে ইনডোরে অনুশীলন করে বাংলাদেশ। আর কিছুক্ষণ আগে এসেছে ম্যাচ বাতিলের ঘোষণা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, ম্যাচটি বাতিল হয়েছে।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। গত পরশু প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। 

Link copied!